রাজধানীতে সাম্প্রতিক ছিনতাইয়ের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এমনই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ভিডিওর সাথে কোনো সময় উল্লেখ না করায় স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ধরে নিচ্ছেন ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীতে ছিনতাইয়ের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ভিডিওটি ২০২১ সালে মোহাম্মদপুরে সংঘটিত একটি পুরোনো ছিনতাইয়ের ঘটনার।  

অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৩১ ডিসেম্বর “মোহাম্মদপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই, সিসিটিভিতে মিললো সেই দৃশ্য!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের দৃশ্য। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের কোনো ঘটনার নয়। 

সুতরাং, ২০২১ সালে ছিনতাইয়ের ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img