সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ রুবাইয়াত ফাতিমা তনি। রাজধানীর গুলশানে ‘সানভীস বাই তনি’র শোরুমের মালিক তিনি। গত ১৩ মে এক অভিযানে পাকিস্তানি বলে দেশীয় পোশাক বেশি দামে বিক্রি করায় এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় তাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরইমধ্যে রুবাইয়াত ফাতিমা তনির কান্নারত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি সম্প্রতি সময়ের।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুবাইয়াত ফাতিমা তনির কান্না করার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত বছরের একটি লাইভের কিছু অংশ কেটে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে সম্প্রতি তনি লাইভে এসে কান্না করেছেন কি না সেবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া তনির ফেসবুক পেজেও পর্যবেক্ষণ করে সম্প্রতি লাইভে এসে কান্না করার কোনো ভিডিও পাওয়া যায়নি।
তবে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর অভিযোগকারীকে নিয়ে একটি লাইভ করেন তনি।
সেখানেও তাকে কান্না করতে দেখা যায়নি বরং তিনি তার এবং প্রতিষ্ঠানের কর্মীদের ভুলগুলো নিয়ে কথা বলেন৷
পরবর্তীতে অনুসন্ধান করে গত বছরের ২০ সেপ্টেম্বর তনির ফেসবুক পেজ থেকে করা ১ ঘন্টা ২৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি লাইভ খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়।
উক্ত ১ ঘন্টা ২৩ মিনিট ২৪ সেকেন্ডের লাইভ ভিডিওটির ৫৮ মিনিট ৪৫ সেকেন্ডের পর থেকে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
এছাড়া তনির পোশাক এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

লাইভ ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, তনি তার শোরুমের কর্মীদের ওপর রাগ করে লাইভে কান্নাকাটি করেন।
অর্থাৎ, সম্প্রতি তনিকে জরিমানা করার প্রেক্ষিতে লাইভে এসে কান্নাকাটি করার ভিডিও নয় এটি।
মূলত, গত ১৩ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ব্যবসায়ী রুবাইয়াত ফাতিমা তনির কাপড়ের শোরুমে। অভিযানে পাকিস্তানি বলে দেশীয় পোশাক বেশি দামে বিক্রি করায় এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় তাকে আড়াই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এরই প্রেক্ষিতে তনি লাইভে এসে কান্নাকাটি করেছেন- দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ২০ সেপ্টেম্বর রুবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। একপর্যায়ে শোরুমের কর্মীদের ওপর রাগ করে তিনি কান্না করেন। এটি সেই ঘটনারই একটি দৃশ্য।
সুতরাং, সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক জরিমানা করার পর রুবাইয়াত ফাতিমা তনির লাইভে এসে কান্নাকাটি করছেন দাবিতে একটি পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rubaiyat Fatima Tony- Facebook Page
- Rubaiyat Fatima Tony- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis