গতকাল (১৯ নভেম্বর), আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (পুরুষ) ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। এই পরাজয় মানতে না পেরে ভারতীয় ক্রিকেট সমর্থকরা টিভি ভাঙচুর করেছেন দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত ছবি ব্যবহার করে প্রচারিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন বিডিক্রিকটাইম (ফেসবুক) এবং একুশে সংবাদ।
একই দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

তাছাড়া, একই ছবি ব্যবহার করে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি গতকাল অর্থাৎ ১৯ নভেম্বরের ফাইনাল পরবর্তী সময়ের নয় বরং এটি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়ার পরে ভারতের সমর্থকদের টিভি ভাঙচুরের ঘটনার ছবি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম দেখেছে, এই ছবিটির বিষয়ে পূর্বেও ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছিল।
গেল বছরের সেপ্টেম্বরে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আলোচিত ছবিটি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর ভারতের আহমেদাবাদের পালডিতে ক্রিকেট ভক্তরা ক্ষিপ্ত হয়ে কয়েকটি টিভি সেট ভেঙে ফেলার দৃশ্য।
একই ছবি ভিন্ন দাবিতে একই বছরের (২০২২) নভেম্বরেও প্রচার করা হলে সেসময়ও ফ্যাক্টচেক প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
মূলত, গতকাল (১৯ নভেম্বর) আইসিসি ম্যানস্ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। এই হার মানতে না পেরে ভারতীয় ক্রিকেট সমর্থকরা টিভি ভাঙচুর করেছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যাচ্ছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তানের কাছে হারার পর ভারতের ক্রিকেট ভক্তরা ক্ষিপ্ত হয়ে কয়েকটি টিভি সেট ভেঙে ফেলে। সেসময়কার দৃশ্য এটি।
সুতরাং, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়ার পরে ভারতে টিভি ভাঙচুরের ঘটনার পুরোনো ছবিকে সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে ভারতের পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের টিভি ভাঙচুরের ঘটনার দৃশ্য দাবিতে ইন্টারনেটে করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner- ভারতীয় ক্রিকেট সমর্থকদের টিভি ভাঙচুরের ছবিটি পুরোনো
- Rumor Scanner’s own investigation