বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

ছবিগুলো কোনো বাস্তব মাছের নয়

সম্প্রতি, “কখনও বাঘ আবার কখনও ডলফিন! ঝড়ের গতিতে ভাইরাল মাছের ছবি” শীর্ষক ক্যাপশনে কিছু মাছ সদৃশ প্রাণির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত ছবিগুলো ব্যবহার করে  ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

পাশাপাশি ভারতীয় ফেসবুক পেজের একই দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এছাড়াও, আলোচ্য ছবিগুলো এডিটেড দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য মাছের ছবিগুলো কোনো বাস্তব বা এডিটেড নয় বরং ছবিগুলো এআই টুল মিডজার্নির মাধ্যমে তৈরি করা।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আলোচ্য ছবিটি Ari Jayaprakash নামের একটি ফেসবুক পেজে গত ২১ এপ্রিল প্রকাশিত একটি পোস্টে খুঁজে পাওয়া যায়। 

পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায় উক্ত পোস্টের ক্যাপশনে #midjourneyart হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যা থেকে আলোচ্য ছবিটি মিডজার্নি ব্যবহার করে তৈরি করা বলে প্রতীয়মান হয়। 

Screenshot Source: Facebook

পরবর্তীতে ফেসবুক পেজটির About সেকশন থেকে জানা যায়, অরি জয়প্রকাশ নামের উক্ত ব্যক্তি একজন আর্টিস্ট। তার প্রোফাইল পর্যালোচনা করে আলোচ্য ছবি ছাড়াও মিডজার্নির তৈরি করা ছবি সম্বলিত বেশকিছু পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot Source: Facebook

এছাড়াও অরি জয়প্রকাশের টুইটার একাউন্টেও আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়। টুইটারের সেই পোস্টের ক্যাপশনেও #MidjourneyAI হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

Screenshot Source: Twitter

পাশাপশি, উক্ত শিল্পীর ইনস্টাগ্রাম একাউন্টেও একই ছবি খুঁজে পাওয়া যায়। সেখানেও দেখা যায় ছবিগুলো মিডজার্নি ব্যবহার করে তৈরি করা। 

Screenshot Source: Instagram

মূলত, বাঘ ও ডলফিনসহ বিভিন্ন প্রাণির মত দেখতে একটি মাছের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিগুলো বাস্তব নয়। অরি জয়প্রকাশ নামের ভারতীয় এক শিল্পী কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার মিডজার্নি ব্যবহার করে উক্ত ছবিগুলো তৈরি করেছেন। 

প্রসঙ্গত, পূর্বে পোপ ফ্রান্সিসের এআই জেনারেটেড ছবি নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সেটিকে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, মিডজার্নি দিয়ে তৈরি মাছের ছবিকে বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img