মেট্রোরেলে আলিঙ্গনরত যুগলের ছবিটি বাংলাদেশের নয়

সম্প্রতি, বাংলাদেশের মেট্রোরেলে আলিঙ্গনরত যুগলের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

মেট্রোরেল

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই ছবি বাংলাদেশের দাবিতে টিকটকেও ছড়িয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাংলাদেশের মেট্রোরেলের ভেতরে তোলা নয় বরং ভারতের মেট্রোরেলের ভেতরের এই দৃশ্যকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে থাকা ট্রেনের ভেতরের বডির উপরের দিকে ডানে ভারতের পতাকা সাদৃশ্য একটি লোগো রয়েছে যাতে ‘Azadi Ka Amrit Mahotsav’ শীর্ষক লেখা দেখা যাচ্ছে। 

Screenshot analysis: Facebook

এই লেখা এবং লোগোর বিষয়ে অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়া উদযাপন উপলক্ষে দেশটির সরকারের একটি উদ্যোগকে নির্দেশ করে। এর মাধ্যমে সহজেই অনুমেয় যে, মেট্রোর এই দৃশ্য ভারতের। 

তাছাড়া, কলকাতা মেট্রোরেলের সাথে এই দৃশ্যে থাকা মেট্রোর ইন্টেরিয়র ডিজাইনও মিলে যাচ্ছে। 

Screenshot Collage: Rumor Scanner

ছবিটি ভারতের, এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর ছবির ফটোগ্রাফারের সন্ধান করেছে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফেসবুক পোস্টে (আর্কাইভ) উক্ত ছবির সন্ধান পাওয়া যায়। এই পোস্টের কমেন্টে পোস্টদাতা ছবির উৎস হিসেবে কৃত্তিকা নামে একটি অ্যাকাউন্ট মেনশন করেন। 

Screenshot collage: Facebook

রিউমর স্ক্যানার টিম কৃত্তিকার অ্যাকাউন্টে গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০ টা ০৫ মিনিটে প্রকাশিত উক্ত ছবি সম্বলিত মূল পোস্টটির (আর্কাইভ) সন্ধান পেয়েছে। 

পোস্টের ক্যাপশনে কৃত্তিকা লিখেছেন, ‘মেট্রোটাকেও ছাড়ছে না৷’ তবে পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখা যাচ্ছে, কৃত্তিকার এক ফ্রেন্ড ছবিটি তুলেছিল যা পোস্টের ক্যাপশনে বলা ছিল। পরে উক্ত অংশ বাদ দিয়েছেন তিনি। 

Image Collage: Rumor Scanner

মূলত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতার মেট্রোরেলে তোলা একটি ছবি ‘কৃ ত্তি কা’ নামক একজন ফেসবুক ব্যবহারকারী তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন যাতে আলিঙ্গনরত অবস্থায় এক যুগলকে দেখা যায়। পরবর্তীতে উক্ত ছবিকে বাংলাদেশের মেট্রোরেলের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ভারতের মেট্রোরেলে আলিঙ্গনরত যুগলের একটি ছবিকে বাংলাদেশের মেট্রোরেলের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • amritmahotsav.nic.in –  Website
  • কৃ ত্তি কা – Facebook Post
  • Rumor Scanner’s own analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img