সম্প্রতি, “Bus station with book library. এ রকম একটা বাস স্টান্ড ঢাকায় হলে কেমন হতো?” শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
এখানে উল্লেখ্য যে দাবিতে বলা হয়েছে, “এরকম একটা বাস স্ট্যান্ড ঢাকায় হলে কেমন হতো”। অর্থাৎ পোস্টের দাবি অনুযায়ী আলোচিত ছবিটি অন্য কোনো জায়গার বাস স্ট্যান্ডের বুঝিয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে “চীনের বাস স্ট্যান্ডের লাইব্রেরি’র ছবি” দাবিও খুঁজে পাওয়া গেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবি সম্বলিত ইউটিউবে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্টেশনে পাঠাগার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘Architecture Daily’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে “bus stops double as cozy reading nooks in @ulises.ai’s #midjourney series.” শীর্ষক ক্যাপশনে গত ১৮ এপ্রিল প্রকাশিত পোস্টের ছবির সাথে আলোচিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
‘Architecture Daily’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট-এ উল্লেখ করা হয়, এই ছবিটি ‘Ulises’ নামক একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি প্রস্তুতকারক টুলস মিডজার্নি দিয়ে তৈরি করে আপ্লোড করা হয়েছে।
অনুসন্ধানের মাধ্যমে ‘Ulises’ (Design Studio) এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে “#futureofcities #futureofdesign “ সহ বিভিন্ন হ্যাশট্যাগে গত ৪ এপ্রিল প্রকশিত পোস্টে উক্ত দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, আর্কিটেকচার এবং ডিজাইন কালচারের জনপ্রিয় ডিজিটাল ম্যাগাজিন “ডিজাইনবুম” এর সাইটে Ulises তৈরি ডিজাইনের ছবিগুলোর পেজেও আলোচিত ছবিটি পাওয়া যায়। সেখানে ছবিটির সাথে উল্লেখ করা হয়, “power of artificial intelligence in imagining innovative and often surreal design concepts”। অর্থাৎ, এআই দিয়ে উদ্ভাবনী ডিজাইন কনসেপ্ট হিসেবে এই ছবিটি তৈরি করা হয়েছে।
মূলত, গত ৪ এপ্রিল Ulises আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্টেশনে পাঠাগারের কাল্পনিক ছবি তৈরি করে এবং তাদের ইনস্টাগ্রাম একাউন্টে আপ্লোড করে। পরবর্তীতে উক্ত ছবি ব্যবহার করে কখনো স্থান উল্লেখ ব্যতীত আবার কখনো চীনের বাস স্টেশনের লাইব্রেরি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, মিডজার্নি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি ছবি প্রস্তুতকারক টুল। এটি ব্যবহার করে কিছু কমান্ডের সাহায্যে প্রায় নিখুঁত ছবি তৈরি করা সম্ভব। সোশ্যাল মেসেজিং প্লাটফর্ম ডিস্কর্ডে মিডজার্নির সার্ভারে থাকা বট ব্যবহার করে এই ছবি প্রস্তুত করা হয়।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন সময়ে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি নিয়ে ইন্টারনেটে ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি বাস স্টেশনের লাইব্রেরির ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Architecture Daily – Instagram Post
- Ulises.ai – Instagram Post
- Kalerkantho – কল্পনার ছবি আঁকে মিডজার্নি
- MidJourney – Website