সম্প্রতি “সমুদ্র সৈকতে সাদা বিকিনিতে শাহরুখ খান কন্যা সুহানা খান” শীর্ষক দাবিতে ভারতের একাধিক গণমাধ্যমে এক নারীর ছবি সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন; লোকমেট টাইমস, দ্য ওয়াল, টিভি৯ বাংলা, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া, টাইমস নাও নিউজ, বলিউড হাঙ্গামা, ইন্টারনেশনাল বিজনেস টাইমস, পেনাসিয়া বিজ।
একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ‘সমুদ্র সৈকতে সাদা বিকিনিতে সুহানা খান’ শীর্ষক দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ছবিটি বলিউড তারকা শাহরুখ খানের কন্যা অভিনেত্রী সুহানা খানের নয় বরং এটি ভারতের কান্নাদা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের ছবি।
রিভার্স ইমেজ সার্চ অনুসন্ধানের মাধ্যমে, ভারতের কান্নাদা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ এপ্রিল “Get ready to get your timeline spammed bichusssssss!” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত ছবির সাথে সুহানা খানের ছবি দাবিতে গণমাধ্যমে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়া, গত ২৬ এপ্রিল ভারতীয় গণমাধ্যম ‘নিউজ১৮’ এ “Actress Shanvi Srivastava Looks Stunning In White Bikini, Fans React” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ‘সমুদ্র সৈকতে সাদা বিকিনিতে সুহানা’ শীর্ষক দাবিতে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রচারিত ছবিটি ভারতীয় অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের।
মূলত, গত ২৬ এপ্রিল ভারতের কান্নাদা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সমুদ্র সৈকতে সাদা বিকিনি পরিহিত একটি ছবি পোস্ট করেন। সম্প্রতি শানভি শ্রিভাসতেভার সেই ছবিটিকেই বলিউড তারকা শাহরুখ কন্যা অভিনেত্রী সুহানা খানের ছবি দাবিতে ভারতের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন সময়ে বলিউড নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে।
উল্লেখ্য, শাহরুখ খানের কন্য সুহানা খান “The Archies” চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করবেন।
সুতরাং, সমুদ্র সৈকতে বিকিনি পরিহিত ভারতীয় ভিন্ন অভিনেত্রীর ছবিকে শাহরুখ কন্যা অভিনেত্রী সুহানা খানের ছবি দাবিতে ভারতের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Shanvi Srivastava – Instagram Post
- News18 – Actress Shanvi Srivastava Looks Stunning In White Bikini, Fans React”
- Rumor Scanner own analysis.