গত ১৯ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জের ৭নং বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে প্রতিভা রানী নামক এক হিন্দু নারীকে রমজান মাসে পান খাওয়ায় মারধর করেন একই গ্রামের মোহাম্মদ কলিমুদ্দিন গাজীর ছেলে নুরুল আমিন।- শীর্ষক একটি দাবি সম্বলিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরে প্রতিভা রানী নামক হিন্দু নারীকে পান খাওয়ায় একই গ্রামের মোহাম্মদ কলিমুদ্দিন গাজীর ছেলে নুরুল আমিন কর্তৃক মারধরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সালের ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে জামান ফিরোজ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ২১ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে বলা হয়, গত বছরের ১৯ মার্চ রমজানে নিজ বাড়ির আঙ্গিনায় বাগানে প্রকাশ্যে পান খাওয়ায় বেধড়ক মার খান প্রতিভা রানী নামক হিন্দু ধর্মাবলম্বী এক নারী। ১৯ মার্চ দুপুরে চাঁদপুর হাজীগঞ্জের বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে বাঁশের লাঠি দিয়ে প্রতিভা রানীকে এমন বর্বরোচিতভাবে পিটিয়েছে নুরুল আমিন।
স্থানীয়রা জানান, নুরুল আমিন নাটেহরা গ্রামের মোহাম্মদ কলিমুদ্দিন গাজীর ছেলে। রমজান মাসে কেন হিন্দুনারী প্রতিমা রানী পান খাচ্ছে- এই প্রশ্ন তুলে বাঁশের লাঠি দিয়ে বেদম মারধর শুরু করে এবং সবশেষ হত্যার উদ্দেশ্যে বর্বরভাবে গলায় পাড়া দিয়ে ধরে রাখে।
স্থানীয়রা আরও জানান, নিজ বাগানে পাতা কুড়াতে কুড়াতে পান খাচ্ছিলেন প্রতিভা রানী। আর ওদিক দিয়ে যাওয়ার সময় তা দেখে তেলে-জলের ন্যায় জ্বলে উঠে নুরুল আমিন। অশ্রাব্য ভাষায় হিন্দুধর্মকে গালাগাল দিয়ে প্রতিভা রানীকে বেদম প্রহার শুরু করে। পরে প্রতিভা রানীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছে।
পরবর্তীতে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে গত বছরের ২২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জে পান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত প্রতিভা রানী (৬৪) উপজেলার পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ২০ মার্চ আহতের ছেলে বিষু চন্দ্র দাস হাজীগঞ্জ থানায় মামলা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ মামলার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মার্চ দুপুরে নাটেহারা গ্রামের গাজী বাড়িতে মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত নুরুল আমিন একই গ্রামের বাসিন্দা। ঘটনার দিন ওই বাড়ির কাছে পাতা কুড়াতে যান প্রতিভা রানী। তখন নুরুল আমিনের স্ত্রী তাকে ঘরের কিছু কাজ করে দেওয়ার জন্য বলেন। প্রতিভা রানী কাজ করতে রাজি হন এবং তাকে পান দিতে বলেন।
পরে প্রতিভা রানীকে পান খেতে দেখে নুরুল আমিন তাকে গালমন্দ করেন এবং বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। এ সময় প্রতিভা রানীর গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তার চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অর্থাৎ, রমজান মাসে পান খাওয়ায় হিন্দু নারীকে মারধরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে চাঁদপুরে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালে চাঁদপুরে রমজান মাসে পান খাওয়ায় হিন্দু নারীকে মারধরের ঘটনাকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Zaman Feroz- Facebook Post
- Daily Star- পান খাওয়াকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ