সারাদেশে নয়, বরগুনার একটি কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে 

সম্প্রতি, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ! শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

স্মার্টফোন ব্যবহার

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

পোস্ট গুলোর মন্তব্য ঘরে করা বিভিন্ন মানুষের মন্তব্য পড়ে দেখা যায়, আদেশটি সারাদেশের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভেবে মানুষ বিষয়টি নিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছে।

Collage: Rumor Scanner

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ হওয়ার আদেশটি সারাদেশের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয় বরং বরগুনা সরকারি কলেজে ক্লাস চলাকালীন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার তথ্যটি দেশের সকল একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য দাবিতে প্রচারিত হচ্ছে।

দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট’র ফেসবুক পেজে গত ২৩ নভেম্বরে “একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ” শীর্ষক তথ্যে আলোচিত দাবিতে প্রকাশিত সম্ভাব্য প্রথম ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

ঢাকা পোস্ট’র উক্ত ফেসবুক পোস্টের কমেন্টে একই শিরোনামে গত ২৩ নভেম্বর ঢাকা পোস্ট’র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, বরগুনা সরকারি কলেজে ক্লাস চলাকালীন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ২২ নভেম্বর বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উক্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অর্থাৎ, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের নিষেথাজ্ঞা শুধুমাত্র বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য।

এছাড়া, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার ব্যপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং দেশিয় গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ২২ নভেম্বর বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উক্ত কলেজে ক্লাস চলাকালীন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে উক্ত নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি নিয়ে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট তাদের ফেসবুক পেজে ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ’ শীর্ষক তথ্যে একটি ফেসবুক পোস্ট করে এবং একই শিরোনামে সংবাদ প্রকাশ করে। তবে উক্ত সংবাদ শিরোনাম এবং ফেসবুক পোস্টে বরগুনা সরকারি কলেজের কথা  উল্লেখ না থাকায় নেটিজেনরা বিষয়টি সারাদেশের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আদেশ ভেবে বিভ্রান্ত হয়েছে এ বিষয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং উক্ত পোস্টটিকে কপি পেস্ট করে বরগুনার বিষয় উল্লেখ না করে প্রচার করেছেন। 

উল্লেখ্য, ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ২৬ নভেম্বর প্রকাশিত হবে।

সুতরাং, একটি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আদেশকে সারাদেশের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আদেশ ভেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img