ভিরাট কোহলির পুমার সাথে তিনশ কোটি রূপির স্পন্সর বাতিল করার গুজব 

ভারতীয় ক্রিকেট তারকা ভিরাট কোহলি স্পোর্টস লাইফস্টাইল ব্র্যান্ড পুমা’র সাথে তিনশ কোটি টাকার স্পন্সর বাতিল করবেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ভিরাট কোহলির

যা দাবি করা হচ্ছে

বিরাট কোহলি পুমার সাথে ৩০০ কোটি INR মূল্যের তার যোগাযোগ শেষ করবেন কারণ তারা ইসরায়েলের ক্রীড়া ইভেন্টগুলিতে স্পনসর করছে এবং অবদান রাখছে, যা সরাসরি ইসরায়েলের অর্থনীতিতে অবদান রাখে। তিনি তার ম্যানেজার বান্টি সাজদেহের সাথে বিচ্ছেদ করেছেন, যা তাকে পুমার ৩০০ কোটি INR চুক্তির চুক্তি পেতে সাহায্য করেছিল। এই দ্বন্দ্বের পর তিনি নিজের ব্র্যান্ড চালু করতে চলেছেন। আপনার প্রতি অশেষ শ্রদ্ধা, কোহলি। স্যালুট বিরাট কোহলি!

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্পোর্টস লাইফস্টাইল ব্র্যান্ড পুমা’র সাথে ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলির তিনশত কোটি রূপির চুক্তি ছিল না বরং উক্ত চুক্তি ছিলো ১১০ কোটি ভারতীয় রূপির সমমূল্যের। কিন্তু উক্ত চুক্তি বাতিলের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমে ভিরাট কোহলি এবং তার ম্যানেজার বান্টি সাজদেহ’র আলাদা হওয়ার তথ্য খুঁজে পাওয়া যায়।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম Times of India এর ওয়েবসাইটে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি “Virat Kohli strikes Rs 100-crore deal with Puma” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একটি একক ব্র্যান্ডের সাথে একশত কোটি টাকার এনডোর্সমেন্ট চুক্তিতে স্বাক্ষর করেছেন৷ তিনি স্পোর্টস লাইফস্টাইল ব্র্যান্ড পুমার সাথে আট বছরের প্রায় ১১০ কোটি ভারতীয় রূপির সমমূল্যের চুক্তি করেছেন।

অর্থাৎ, ২০২৫ সালে ভিরাট কোহলির সাথে পুমার প্রায় ১১০ ভারতীয় রূপির সমমূল্যের চুক্তি শেষ হবে।

এছাড়া, ভারতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ভিরাট কোহলি স্পোর্টস লাইফস্টাইল ব্র্যান্ড পুমার সাথে চুক্তি বাতিল করার ব্যাপারে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম News 18 এর ওয়েবসাইটে গত ২০ নভেম্বরে “Virat Kohli and His Long-standing Manager Bunty Sajdeh Part Ways” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, বিরাট কোহলি এবং ম্যানেজার বান্টি সাজদেহ আলাদা হয়ে গেছেন।

মূলত, গত নভেম্বর মাসে ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি এবং তার ম্যানেজার বান্টি সাজদেহ আলাদা হয়ে যান। এই বিষয়ে তখন ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। তবে সম্প্রতি উক্ত ঘটনাকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ইস্যুর সাথে জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, ভিরাট কোহলি স্পোর্টস লাইফস্টাইল ব্র্যান্ড পুমার সাথে তিনশ কোটি রূপির স্পন্সর বাতিল করবেন। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম কিংবা কোনে গ্রহণযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।

সুতরাং, ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি স্পোর্টস লাইফস্টাইল ব্র্যান্ড পুমার সাথে তিনশ কোটি রূপির স্পন্সর বাতিল করবেন দাবিতে ফেসবুকে একটি তথ্য প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img