“নদীটি জাম্বিয়ায় অবস্থিত, জামবেজি নদী” শীর্ষক শিরোনামে মানুষের মুখের অনুরূপ নদীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাম্বিয়ায় অবস্থিত জামবেজি নদী দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং এটি একজন শিল্পীর তৈরি করা পেইন্টিং।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে Gallerix নামের একটি ওয়েবসাইটে ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ছবিটিকে ২০১৬ সালের ২৬ আগস্টে Gallerix ওয়েবসাইটে Natalia Livitchuk নামের একজন ব্যবহারকারী “Appeasement” শিরোনামে পেইন্টিং হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন।
Gallerix ওয়েবসাইটের বর্ণনা থেকে জানা যায় এটি রাশিয়ান ভাষাভাষীদের জন্য বৃহৎ ভার্চুয়াল জাদুঘর।
একই ছবিটির অস্তিত্ব ArtOnline.ru ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়, যেখানে ছবিটির মূল্য প্রায় ৬০০ ডলার ধরা হয়েছে। ছবির বর্ণনা থেকে জানা যায় এটি 52×50 সেন্টিমিটার পরিমাপের একটি এক্রাইলিক চিত্রণ। ArtOnline.ru ওয়েবসাইটে থাকা Natalia Livitchuk এর প্রোফাইল থেকে জানা যায় তিনি ১৯৮৭ সালে Latvian Academy of Arts থেকে স্নাতকত্ব লাভ করেছেন।
এছাড়াও, চিত্রণটিকে Social Network for Creative People নামের একটি রাশিয়ান ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়।
একই বিষয়ে AFP সহ ততোধিক আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দাবিটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ইন্টারনেটে মিথ্যা শিরোনামে প্রচারিত ছবিটি নিয়ে Natalia Livitchuk বার্তা সংস্থা AFP কে এক ইমেইল বার্তায় জানান “আমি ২০১৬ সালে এই পেইন্টিংটি তৈরি করে VK[dot].com এ পোস্ট করেছি। এটাকে বলা হয় ‘এ্যাপেসমেন্ট’ এবং শান্তি ও প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। পুরো রচনাটি আমার কল্পনা থেকে এসেছে এবং আমি বিদ্যমান নদীগুলোকে উৎস হিসাবে ব্যবহার করি নি। এই নদী আমার আত্মা থেকে প্রবাহিত হয়েছে”।
তাছাড়া গুগলের সহায়তায় ইন্টারনেটে পাওয়া জামবেজি নদীর প্রকৃত ছবির সাথে আলোচিত ছবির কোন মিল পাওয়া যায় না।
অর্থাৎ, একজন শিল্পীর তৈরি এক্রাইলিক চিত্রণকে জাম্বিয়ার জামবেজি নদী দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: নদীটি জাম্বিয়ায় অবস্থিত, জামবেজি নদী
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Gallerix: https://nat-liv01.in.gallerix.ru/expo/simvolizm/umirotvorenie/
- ArtOnline.ru: http://www.artonline.ru/painting_info/204377
- Social Network for Creative People: https://www.neizvestniy-geniy.ru/cat/design/holst/1653247.html?lightDiz=1
- Getty Images: https://www.gettyimages.com/photos/zambezi-river?phrase=zambezi%20river&sort=best
আরো পড়ুন: বঙ্গবন্ধু গাঁজার খামার শিরোনামে প্রচারিত ছবিটি ভুয়া