সম্প্রতি “বঙ্গবন্ধু গাঁজার খামার। এখানে আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বৈধ গাঁজা চাষ করা হয়” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটির মূল ছবি একটি অনলাইন পত্রিকা থেকে সংগ্রহীত এবং মূল ছবিটি মেহেরপুরের গাংনী উপজেলার যা বিকৃত করে সেখানে ভুয়া সাইনবোর্ড যুক্ত করা হয়েছে।
রিভার্স সার্চ ইমেজ পদ্ধতি ব্যবহার করে ২০২০ সালের ৩০ জুলাইয়ে বণিক বার্তা পত্রিকার অনলাইন সংস্করণে “মেহেরপুরে এক বিঘা জমিতে গাঁজার বাগান, ধ্বংস করলো পুলিশ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। মূলত বণিক বার্তায় প্রকাশিত সেই প্রতিবেদনের ছবিকেই বিকৃত করে ভুয়া একটি সাইনবোর্ড বসানো হয়েছে।

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিষয়টি নিয়ে এনটিভি, ডিবিসি নিউজ, সমকালের সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়।
২০২০ সালের ৩০ জুলাইয়ে এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
মূলত, মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে মাছ ব্যবসার আড়ালে দুলাল নামক এক ব্যক্তি এক বিঘা জমিতে গাঁজা চাষ করেছিলো। পরবর্তীতে ২০২০ সালের ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বাগানের দুই শতাধিক গাঁজা গাছ কেটে সেগুলো আলামত হিসেবে জব্দ করেছিলো পুলিশ।
উল্লেখ্য, ১৯৮০ সালের শেষের দিক থেকে বাংলাদেশে সব ধরণের গাঁজা চাষ, পরিবহন, বিক্রয়, ক্রয় এবং দখল অবৈধ।
অর্থাৎ, পুলিশ কর্তৃক গাঁজার বাগান ধ্বংসের ছবিকে বিকৃত করে ভুয়া সাইনবোর্ড যুক্ত করে বঙ্গবন্ধু গাঁজার খামার দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বঙ্গবন্ধু গাঁজার খামার। এখানে আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বৈধ গাঁজা চাষ করা হয়
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Bonik Barta: মেহেরপুরে এক বিঘা জমিতে গাঁজার বাগান, ধ্বংস করলো পুলিশ / Archive
- NTV News: মেহেরপুরে ১৫ কাঠা জমিজুড়ে গাঁজার বাগান / Archive
- Samakal: মেহেরপুরে গাঁজা বাগানের সন্ধান / Archive
- DBC News: মেহেরপুরে ১৫ কাঠা জমিতে গাঁজা বাগানের সন্ধান / Archive
- NTV YouTube: মেহেরপুরে ১৫ কাঠা জমিতে গাঁজা চাষ
- Bonik Barta YouTube: মেহেরপুরে এক বিঘা জমিতে গাঁজার বাগান, ধ্বংস করলো পুলিশ
- Wikipedia: বাংলাদেশে গাঁজা