ইসরায়েলি পণ্য দাবীতে প্রচারিত কোম্পানিগুলোর প্রতিষ্ঠাকাল ও উৎপত্তিস্থল

বিগত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় অর্ধশত আন্তর্জাতিক কোম্পানিকে ইসরায়েলের দাবী করে বয়কটের আহবান করা হচ্ছে। ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

বিষয়টি যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানার টিমের WhatsApp নাম্বারে একাধিক ফ্যাক্টচেক অনুরোধ এসেছে।

AFFIX-20210521-131309

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিম বিশ্বতথ্য ভাণ্ডার উইকিপিডিয়া, গুগল সার্চ ইঞ্জিন এবং কোম্পানি গুলোর ওয়েবসাইট যাচাই করে শীর্ষ ২০ টি কোম্পানির প্রতিষ্ঠাকাল ও উৎপত্তিস্থল সম্পর্কে নিশ্চিত হয়েছে।
20210519-225435

Coca Cola

১৮৮৬ সালে The Coca Cola Company প্রতিষ্ঠা করা হয়। কোক (Coke) নামে পরিচিত এক প্রকার কার্বোনেটেড কোমল পানীয়টি বিশ্বের ২০০ টিরও বেশি দেশে বিক্রি হয়ে আসছে। যুক্তরাষ্ট্রে এটি ১৯৪৪ সালের ২৭ মার্চ থেকে দ্য কোকা-কোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক।

https://en.m.wikipedia.org/wiki/Coca-Cola

Pepsi

১৮৯৩ সালে Caleb Bradham মার্কিন যুক্তরাষ্ট্রে Bad’s Drink নামে এটি প্রবর্তন করেন যা পরবর্তীতে ১৮৯৮ সালে পরিবর্তন হয়ে পেপসি-কোলা এবং সর্বশেষ ১৯৬১ সালে Pepsi নামে প্রবর্তিত হয়।

https://en.m.wikipedia.org/wiki/Pepsi

Fanta

The Coca Cola কোম্পানির অধীনে জার্মান ব্যবসায়ী Max Keith এর নেতৃত্বে ১৯৪০ সালে উদ্ভাবিত হয়েছিলো। পানীয়টির বর্তমান Orange Flavor ইতালিতে উদ্ভাবিত হয়।

https://en.m.wikipedia.org/wiki/Fanta

L’Oreal

ব্যক্তিগত প্রসাধনী প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি ১৯০৯ সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/L%27Or%C3%A9al

7up

কোমল পানীয়টি ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/7_Up

Sprite

কোমল পানীয়টি The Coca Cola কোম্পানির অধীনে ১৯৬১ সালে জার্মানিতে উদ্ভাবিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Sprite_(drink)

Nestle

এটি সুইজারল্যান্ডের একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যা ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Nestl%C3%A9

Lay’s

আলুর চিপস প্রস্তুকারক এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Lay%27s

Maggi

স্যুপ ও নুডুলস প্রস্তুতকারী কোম্পানি ম্যাগী ১৮৮৪ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয় যা ১৯৪৭ সালে Nestle কোম্পানি নিজের অধিভুক্ত করে নেয়।

https://en.m.wikipedia.org/wiki/Maggi

Mcdonald’s

১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় Richard এবং Maurice McDonald এর চালু করা একটি রেস্টুরেন্ট যা বর্তমানে বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় একটি ফাস্ট ফুড কোম্পানি।

https://en.m.wikipedia.org/wiki/McDonald%27s

Starbucks

জনপ্রিয় কফিশপ ব্রান্ড স্টারবাকস ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Starbucks

Nike

একটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Nike,_Inc.

Puma

একটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা ১৯৪৮ সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Puma_(brand)

Apex

বাংলাদেশী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।

https://www.apex4u.com/about-us

Bata

মাল্টিন্যাশনাল জুতা ও ফ্যাশন সামগ্রী প্রস্তুতকারী এই কোম্পানিটি ১৮৯৪ সালে অস্ট্রিয়া-হাঙ্গারীতে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Bata_Corporation

CNN

Cable News Network একটি মাল্টিন্যাশনাল গণমাধ্যম সংস্থা যা ১৯৮০ যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/CNN

Johnson & Johnson

মেডিক্যাল যন্ত্রাদি, ওষুধ, ভোক্তার প্যাকেজজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Johnson_%26_Johnson

Calvin Klein

আমেরিকার ফ্যাশন ডিজাইনার Calvin Richard Klein ১৯৬৮ সালে Calvin Klein Inc. প্রতিষ্ঠা করেন।

https://en.m.wikipedia.org/wiki/Calvin_Klein_(fashion_house)

Heinz

যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকারক এই কোম্পানিটি Henry J. Heinz
কর্তৃক ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Heinz

Ford

গাড়ি এবং অটোমোবাইল নির্মাণকারী এই প্রতিষ্ঠানটি আমেরিকায় Henry Ford কর্তৃক ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

https://en.m.wikipedia.org/wiki/Ford_Motor_Company

আরও পড়ুন

spot_img