আওয়ামী লীগের মিছিলে পুলিশের গুলির দৃশ্য দাবিতে  ২০২৪ সালের কোটা আন্দোলনের ভিডিও প্রচার

সম্প্রতি ‘পুলিশ সরাসরি আওয়ামীলীগের মিছিলের উপর গুলি করছে…!! জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে আওয়ামীলীগ,ছাত্রলীগ একযোগে ঢাকায় মাঠে নেমেছে।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ঢাকায় জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিলে পুলিশের গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকালীন সময়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক প্রবাসী ফাতেমা নাজনীন প্রিসিলা এর ফেসবুক পেজে ২০১৪ সালের ১৯ জুলাই প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়৷ উক্ত ছবির সাথে প্রচারিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

পোস্টটির ক্যাপশন থেকে প্রতীয়মান হয়, ছবিটি ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময়ে আন্দোলনকারীদের ওপর  আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ঘটনার।

পরবর্তীতে, GOOD Bay নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ১৯ জুলাই প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

পোস্টটির ক্যাপশন থেকে আলোচিত ভিডিওটির বিষয়ে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলে পুলিশের গুলিবর্ষণের ভিডিও দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকালীন সময়ের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img