কোটা সংস্কার আন্দোলনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে শিবির ও বামদের সংঘর্ষের দাবিতে প্রচার 

গত ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জুলাই গণ-অভ্যুত্থানের প্রদর্শনীতে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি রাখা হলে বামপন্থী বিভিন্ন সংগঠনের ক্ষোভের মুখে তা সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে উক্ত ঘটনায় ঘৃণা মিছিল করেছে বামপন্থী সংগঠনগুলো এবং একই সময়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির। বামপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মী ও শিবির সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। এরই প্রেক্ষিতে, “মধ্যে রাতে ঢা’কা বি’শ্ববিদ্যালয়ে রাজাকারের ছবি সরানো কেন্দ্র করে বাম শি’ক্ষার্থীদের সাথে শি’বির ও পু’লিশের ত্রি-মুখী সং’ঘ’র্ষ চলছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরানোকে কেন্দ্র করে বামপন্থীদের সাথে শিবিরের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, এটি গতবছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনার ভিডিওটি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ‘7 College News’ নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ১৭ জুলাই “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস | শিববাড়ী আবাসিক এলাকার সামনে” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ১৩ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৩৭ সেকেন্ড অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ভিডিওটির ক্যাপশনে স্থান হিসেবে শিববাড়ী আবাসিক এলাকার উল্লেখ রয়েছে। সেই সূত্র ধরে গুগল ম্যাপে অনুসন্ধান করে দেখা যায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের সামনের এলাকায় অবস্থিত। রাস্তার মোড় ও আশপাশের একাধিক ভবনের বিন্যাস বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি ওই স্থানেই ধারণ করা হয়েছে।

Collage: Rumor Scanner

এছাড়া, সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি (,,) খুঁজে পাওয়া যায়।

সুতরাং, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময়ের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরানোকে কেন্দ্র করে বাম শিক্ষার্থীদের সাথে শিবির ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img