গত ২৬ সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির অধ্যক্ষ ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতা শীল রক্ষীত ভান্তের মারা যাওয়ার দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা শীল রক্ষীত ভান্তের মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে শীল রক্ষীত ভান্তে মারা গেছেন কিনা জানতে গুগলে কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে ফেসবুকে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘Sila Rakkhita’ ফেসবুক পেজ থেকে গত ২৬ সেপ্টেম্বর আলোচিত বিষয়ে করা একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে প্রচারিত আলোচিত দাবিটি ফেইক হিসেবে উল্লেখ করা হয়।
সুতরাং, খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের নেতা শীল রক্ষীত ভান্তের মৃত্যুর তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sila Rakkhita: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis