ক্রিকেটার সাকিব ও লিটনের বাসায় ভক্তদের হামলার গুজব

সদ্য শেষ হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরে শেষটা ভালো হয়নি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের। সুপার এইট পর্বের শেষ ম্যাচে গত ২৫ জুন আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে নিতে হত বাংলাদেশের।  কিন্তু ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানে জয় পায় আফগানরা। এই হারের মধ্য দিয়ে সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে বিশ্বকাপ মিশন শেষে গত ২৮ জুন সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

এরই প্রেক্ষিতে, “রাতে হটাৎ সাকিব লিটনের বাসায় ভক্তদের হামলা। হাথুরুসিংহেকে বাচিয়ে নেন পাপন”- শীর্ষক শিরোনামে এবং “কোচকে কেন বাচান বিসিবি বিমানবন্দরে না পেয়ে রাতে সাকিবের বাসায় হামলা ভক্তদের”- শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের খেলোয়াড় লিটন দাস ও সাকিব আল হাসান দেশে ফেরার সময় বিমানবন্দরে না পেয়ে তাদের বাড়িতে হামলা করেছে ভক্তরা। 

 ভক্তদের হামলার

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২৮ জুন বাংলাদেশ দল দেশে ফেরার পর বিমানবন্দরে সাকিব আল হাসান ও লিটন দাসকে না পেয়ে তাদের বাসায় ভক্তরা হামলা করেননি, বরং লিটন দাস দলের সাথে দেশেই ফেরেননি। ব্যক্তিগত কাজে তিনি এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে সাকিব আল হাসান দল আসার একদিন আগে দেশে ফিরেছেন।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে দাবির সমর্থনল কোনো সূত্র উল্লেখ না করেই উপস্থাপক মনগড়া কিছু কথা বলছেন। ভিডিওটির শুরুতে একটি সিসিটিভি’র ফুটেজ দেখানো হয়। তবে, এখানে হামলার কোনো দৃশ্য দেখানো হয়নি। পরবর্তীতে “বাংলাদেশ টিমকে জুতা মারতে এয়ারপোর্টে যাইতে চাই!” শীর্ষক একটি ফেসবুক ইভেন্টের কথা বলা হয়। এরপর হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে কে নিয়ে সমালোচনা করা হয়।

অর্থাৎ, আলোচিত দাবিটিতে কোথাও সাকিব ও লিটন দাসের বাসায় হামলার দৃশ্য বা তথ্য উল্লেখ করা হয়নি। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

গত ২৮ জুন যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, তিন সপ্তাহের ছুটি থাকায় দেশে ফেরেননি হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। লিটন দাস ও সৌম্য সরকারও দেশে ফেরেননি। তারা যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। এছাড়া, দল ফেলার আগের দিন ২৭ জুন দেশে ফিরেছেন সাকিব আল হাসান। 

মূলত, সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর আসরে বাংলাদেশ দলের শেষটা ভালো হয়নি। সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে বিশ্বকাপ মিশন শেষে গত ২৮ জুন সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। এরই প্রেক্ষিতে, “রাতে হটাৎ সাকিব লিটনের বাসায় ভক্তদের হামলা। হাথুরুসিংহেকে বাচিয়ে নেন পাপন”- শীর্ষক শিরোনামে এবং “কোচকে কেন বাচান বিসিবি বিমানবন্দরে না পেয়ে রাতে সাকিবের বাসায় হামলা ভক্তদের”- শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়, বরং লিটন দাস ও চন্ডিকা হাথুরুসিংহে দলের সাথে দেশেই ফেরেননি। সাকিব আল হাসান দলে দেশে আসার একদিন আগেই দেশে এসেছেন। পাশাপাশি, গণমাধ্যমেও আলোচিত দাব সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বিমানবন্দরে সাকিব ও লিটন দাসকে না পেয়ে ভক্তরা তাদের বাসায় হামলা করেছে- শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img