ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ৮ বিলিয়ন ডলার সামরিক অনুদান ঘোষণার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের জন্য জরুরি ভিত্তিতে ৮ বিলিয়ন ডলারের মিলিটারি এইড ঘোষণা করেছে।’ শীর্ষক দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত নির্দেশনার তথ্য সম্বলিত একটি স্ক্রিনশট  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

৮ বিলিয়ন ডলার

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

এছাড়া, জো বাইডেনের কথিত নির্দেশনার তথ্য সম্বলিত স্ক্রিনশট ব্যতীত একই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন; এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), , এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কোনো সামরিক অনুদান ঘোষণা করেননি বরং গত ২৫ জুলাই  ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অনুদান প্রদানের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত মেমোরেন্ডামকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।  

ইসরায়েলকে মার্কিন প্রশাসনের সামরিক সহায়তার ঘোষণা দেওয়ার দাবির বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের ওয়েবসাইট এবং মূলধারার আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমে উক্ত দাবির স্বপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

তবে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে হোয়াইট হাউসের ওয়েবসাইটে গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনকে অনুদান প্রদান সম্পর্কিত একটি মেমোরেন্ডাম খুঁজে পাওয়া যায়। উক্ত মেমোরেন্ডামটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত তথ্য সম্বলিত স্ক্রিনশটে থাকা দেশের নাম এবং অনুদানের পরিমাণ ব্যতীত বাকি সকল তথ্যের সাথে এই মেমোরেন্ডামটির হুবহু মিল রয়েছে।

Screenshot Comparison by Rumor Scanner

এছাড়া, এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম AP এর ফ্যাক্টচেক প্রতিবেদনে হোয়াইট হাউসের মুখপাত্র শন সাভেটের বরাতে বলা হয়, প্রচারিত মেমোটি নকল বা জাল। 

তবে, সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন। ফোনালাপকালে ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় বাইডেন নিন্দা জানানোর পাশাপাশি চলমান সংঘাতে ইসরায়েলকে সামরিক সহায়তার আশ্বাস দেন জো বাইডেন। ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত শুরুর পর এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত গাজায় ইসরায়েলের স্থল অভিযানের প্রস্তুতির জন্য দুইটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। হামলার পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর সাথে ফোনে কথা বলে এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলকে সামরিক সহায়তার আশ্বাস দেন। পরবর্তীতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিতে বাইডেনের কথিত নির্দেশনার তথ্য সম্বলিত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য কোনো অনুদানের ঘোষণা দেননি। প্রকৃতপক্ষে গত ২৫ জুলাই ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ৪০০ মিলিয়ন ডলার অনুদান প্রদানের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট বাইডেনের অনুমোদন প্রসঙ্গে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত মেমোরেন্ডামকে বিকৃত করে তৈরি স্ক্রিনশটের মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷

সুতরাং, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img