সম্প্রতি “কুমিল্লায় পূজা মন্ডপে কোরান শরীফ রেখে আসার ঘটনায় প্রমাণসহ গ্রেপ্তার হয়েছে কুমিল্লা জেলার দক্ষিণ এর শিবির সভাপতি জয়নাল আবেদীনসহ চার শিবির নেতা। মূলত সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর লক্ষ্যেই পুরো বিষয়টি সাজিয়েছিলো জামাত-শিবির।” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লায় পূজা মন্ডপে কোরআন শরীফ অবমাননার ঘটনায় কোনো শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়নি এবং ছড়িয়ে পড়া ছবিগুলা ভিন্ন দুইটি ঘটনার।
আরো পড়ুন: হাজীগঞ্জে হিন্দু পরিবারের মা-বোন ও ১০ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনাটি গুজব
প্রথম ছবি যাচাই: রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৮ সালের ২৪ জুনে সারাবাংলা ডট নেট ওয়েবসাইটে “চট্টগ্রামে গ্রেফতার জামায়াত-শিবিরের ২১০ নেতা-কর্মী কারাগারে” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
দ্বিতীয় ছবি যাচাই: রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৮ সালের ২৩ জুন অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম Bdnews24 এর ওয়েবসাইটে “চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
তৃতীয় ছবি যাচাই: রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৭ সালের ১২ মার্চে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম Bdnews24 এর ওয়েবসাইটে “চট্টগ্রামে আহলে হাদিসে সংগঠিত হওয়ার চেষ্টায় জামায়াত-শিবির-হিযবুতকর্মীরা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, কুমিল্লায় কোরআন অবমাননার আলোচিত ঘটনাটি নিয়ে কুমিল্লা জেলার দক্ষিণ এর শিবির সভাপতি জয়নাল আবেদীনসহ ৪ নেতা আটকের দাবি করা হয়। তবে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বরে খবরতরঙ্গ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৮ দলীয়র ডাকা মার্চ ফর ডেমক্রেসি’র সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ক্যান্টনমেন্ট এর সামনে থেকে কুমিল্লা জেলা দক্ষিণ এর শিবির সভাপতি জয়নাল আবেদীন সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মূলত, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জেরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গত বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শুধুমাত্র কুমিল্লা থেকেই ৪৩ জনকে আটক করে পুলিশ। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সেদিন এই তথ্য নিশ্চিত করেন। তবে, উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের নাম, বয়স, লিঙ্গ, রাজনৈতিক পরিচয় কিংবা পূর্ণাঙ্গ নামের তালিকাও এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। দেশের মূলধারার গণমাধ্যমগুলোতেও আটককৃত ব্যক্তিদের কোন পরিচয় প্রকাশিত হয়নি।
সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া পোস্টগুলো নিয়ে ফ্যাক্টওয়াচ এবং বুম বাংলাদেশও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ, শিবির সদস্যদের ভিন্ন ঘটনায় গ্রেফতার হওয়ার পুরোনো খবর এবং ছবি বর্তমানে কুমিল্লায় পূজা মন্ডপে কোরআন রেখে আসার অভিযোগে গ্রেফতার দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কুমিল্লায় সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় ৪ শিবির নেতা আটক
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Sarabangla: https://sarabangla.net/post/sb-98753/
- Bdnews 24: https://bangla.bdnews24.com/ctg/article1510008.bdnews
- Bdnews 24: https://bangla.bdnews24.com/ctg/article1302041.bdnews
- Dhaka Tribune: https://bangla.dhakatribune.com/bangladesh/2021/10/14/41394
- NTV: https://www.ntvbd.com/bangladesh/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AA%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-974045
- Khobortorongo: https://khobortorongo.com/2013/12/29/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac-2/