সম্প্রতি ‘হজযাত্রীদের খরচ না হওয়া অর্থ ফেরত দিচ্ছে আফগান সরকার’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আফগান সরকার কর্তৃক হজ যাত্রীদের খরচ না হওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে এবছর আফগান সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বরং গত বছরের টাকা ফেরত দেওয়া বিষয়টিকেই এই বছরের সিদ্ধান্ত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে PiPa News এর ওয়েবসাইটে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ‘Haj survivors are being refunded by the Taliban government Pipa News’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, আফগানিস্তানের হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, হজ থেকে অবশিষ্ট অর্থ হজ যাত্রীদের ফেরত দেওয়া হবে। হজ ও ধর্মমন্ত্রী নূর মুহাম্মদ সাকিব বলেন, ‘এবছর ১৩ হাজার ৫ শ এর চেয়ে হজযাত্রীর কাছ থেকে মোট ৫৩ মিলিয়ন ডলার নেওয়া হয়েছে। তার মধ্যে ৪৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে। বাকি টাকা হজ যাত্রীদের ফেরত দেওয়া হবে।’
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আফগানিস্তানের সংবাদমাধ্যম TOLQUN NEWS এর ওয়েবসাইটে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ‘Taliban: This year, 500 dollars of their money will be returned to each Haji’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে আফগানিস্তানের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানানো হয়, হজ যাত্রীদের অবশিষ্ট অর্থের মধ্যে ৬ মিলিয়ন ডলারের বেশি তাদের ফেরত দেওয়া হবে।
এছাড়াও আফগানিস্তানের সংবাদমাধ্যম Ariana News এর ওয়েবসাইটে একই তারিখে ‘IEA to return millions not spent by this year’s Hajj pilgrims’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
পাশাপাশি, আফগানিস্তানের গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে চলতি বছর আফগান সরকার কর্তৃক হজযাত্রীদের খরচ না হওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ২০২২ সালে আফগানিস্তানের হজ যাত্রীদের খরচ না হওয়া অর্থ ফেরত দেয় আফগান সরকার। চলতি বছর হজযাত্রীদের খরচ না হওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আফগান এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সম্প্রতি কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই ‘এ বছর হজমযাত্রীদের খরচ না হওয়া অর্থ ফেরত দিচ্ছে আফগান সরকার’ শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার ফলে তথ্যটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে বাংলাদেশেও হজ যাত্রীদের উদ্বৃত অর্থ ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ফেরত দেওয়ার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, পূর্বেও পুরোনো তথ্যকে বর্তমান দাবিতে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, আফগান সরকার কর্তৃক হজ যাত্রীদের টাকা ফেরত দেওয়ার এক বছর পূর্বের পুরোনো বিষয়টিকে নতুনকরে এবছর প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- PiPa News: Haj survivors are being refunded by the Taliban government Pipa News
- TOLQUN NEWS: Taliban: This year, 500 dollars of their money will be returned to each Haji
- Ariana News: IEA to return millions not spent by this year’s Hajj pilgrims
- The Daily Star: Hajj pilgrims under govt management to be refunded surplus money
- Rumor Scanner’s Own Analysis