১৮ অক্টোবর থেকে দিনে ৩ ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকার তথ্যটি পুরোনো

সম্প্রতি “আগামী ১৮ তারিখ থেকে প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ইন্টারনেট বন্ধ

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৮ অক্টোবর হতে প্রতিদিন তিন ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি চলতি বছরের নয় বরং বিষয়টি গত বছরের।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত দেশের মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ভার্সন এবং ইউটিউব চ্যানেলে ১৮ অক্টোবর থেকে ইন্টারনেট বন্ধ সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়া যায়। প্রথম আলো এবং ঢাকা ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ

মূলত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণ কার্যের প্রতিবাদের প্রেক্ষিতে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধের হুমকি জানিয়েছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব)। গতবছরের ১২ অক্টোবরে প্রেসক্লাবে আইএসপিএবি ও কোয়াবের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদী সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ‘ডিএনসিসির বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের হঠকারী সিদ্ধান্তের কারণে গত দুই মাসে রাজধানীর মগবাজার, সায়েদাবাদ, জিরো পয়েন্ট, ধানমন্ডি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০ কোটি টাকার ক্যাবল সংযোগ দিতে হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট ক্যাবল টিভি অপারেটর ব্যবসায়ীরা। তাই ডিএনসিসি এ হটকারী সিদ্ধান্ত থেকে ফিরে না এলে, কিংবা এ সমস্যার সমাধান না হলে আগামী রোববার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হবে।’

তবে, গতবছরের ১৭ অক্টোবর সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে জুমে এক জরুরি অনলাইন সভায় অংশ নেয় সংগঠন দুটি। মিটিংয়ে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আইএসপিএবি ও কোয়াব তাদের কর্মসূচি বাতিল করে।

ইন্টারনেট বন্ধ

তাছাড়া গত ১৬ অক্টোবর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) তাদের ফেসবুকে পেজে, আগামী ১৮ অক্টোবর থেকে ৩ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার ঘটনাটি পুরোনো ও বিভ্রান্তিকর উল্লেখ করা একটি বিবৃতি প্রকাশ করে।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ভোর থেকে সারাদেশে প্রায় ১২ ঘণ্টা উচ্চগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। পরবর্তীতে বিকেল ৫ টায় ধীরে ধীরে সব অঞ্চলে পুনরায় ইন্টারনেট সেবা সচল হয়।

ইন্টারনেট বন্ধ

অর্থাৎ, ২০২০ সালের ডিএনসিসি কর্তৃক বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণ কার্যের প্রতিবাদের প্রেক্ষিতে আইএসপিএবি ও কোয়াব ঘোষিত ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণাকে চলতি বছরের দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ১৮ তারিখ থেকে প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/%E0%A7%A7%E0%A7%AE-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7
  2. Dhaka Tribune: https://bangla.dhakatribune.com/bangladesh/2020/10/12/28364/%E0%A7%A7%E0%A7%AE-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%82%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0
  3. ATN News: https://www.youtube.com/watch?v=2ZBhJdY70Gc
  4. Jamuna TV: https://www.youtube.com/watch?v=B9oXVwVcZug
  5. Jugantor: https://www.jugantor.com/national/355872/%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4
  6. ISPAB Facebook: https://www.facebook.com/ispab.official/posts/1944646169039926
  7. BBC: https://www.bbc.com/bengali/news-58921772

আরও পড়ুন

spot_img