সম্প্রতি লঙ্কান ক্রিকেটার কুসাল মেন্ডিস সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন- শীর্ষক একটি দাবি বাংলাদেশের খেলাধুলা ভিত্তিক গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জি তাদের ফেসবুক পেজে প্রচার করে।
এছাড়া দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখে রিউমর স্ক্যানার টিম।
গণমাধ্যমের ফেসবুক পেজে পোস্ট দেখুন- ক্রিকফ্রেঞ্জি (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লঙ্কান ক্রিকেটার কুসাল মেন্ডিস কোনো ফর্মেটের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দেননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে শ্রীলঙ্কার গণমাধ্যম ও আন্তর্জাতিক খেলাধুলা ভিত্তিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে “Sri lankan Cricket Sarcasm” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৪ জুন বিকেলে ৫ টা ২১ মিনিটে আলোচিত দাবির প্রেক্ষিতে করা সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের কমেন্ট সেকশনে দেখা যায়, সূত্র হিসেবে উল্লেখ রয়েছে “Don’t Trust mr bro facebook page”
অর্থাৎ, প্রচারিত দাবিটি সার্কাজম করে প্রথম পোস্ট করা হয়।
মূলত, সম্প্রতি লঙ্কান ক্রিকেটার কুসাল মেন্ডিস সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন- শীর্ষক একটি দাবি বাংলাদেশের একটি গণমাধ্যম তাদের ফেসবুক পেজে প্রচার করে। এমনকি দাবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখে রিউমর স্ক্যানার টিম। তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, সার্কাজমের উদ্দেশ্য উক্ত দাবিটি প্রথম একটি সার্কাজম পেজে পোস্ট করা হয়। পরবর্তীতে তা যাচাই না করেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য দাবিতে ছড়িয়ে পড়ে।
সুতরাং, লঙ্কান ক্রিকেটার কুসাল মেন্ডিস সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন- শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sri Lanka Cricket Team- Facebook Page
- Sri Lanka Cricket Team- Website
- Sri Lanka Cricket Team- Instagram Account
- Sri Lanka Cricket Team- X Account
- Sri lankan Cricket Sarcasm- Facebook Page
- Sri lankan Cricket Sarcasm- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis