সীমান্ত পার হয়ে জর্ডানের নাগরিকদের ফিলিস্তিনে প্রবেশ করার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, বর্ডার পার হয়ে ফিলিস্তিনে যাওয়ার চেষ্টা করছেন অনেক জর্ডান যুবক শীর্ষক দাবিতে একটি ভিডিও এবং একই ভিডিওর স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

সীমান্ত পার

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

এছাড়া একই দৃশ্য সাম্প্রতিক সময়ে লেবাননের দাবিতেও ছড়াতে দেখা গেছে। 

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জর্ডান নাগরিকদের বর্ডার পার হয়ে ফিলিস্তিনে প্রবেশ করার দাবিটি সঠিক নয় বরং আলোচিত দৃশ্যটি ২০২১ সালের। সেসময় ইসরায়েল সীমান্তে লেবাননের বিক্ষোভকারীদের পতাকা হাতে প্রতিবাদ করার পুরোনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ২০২১ সালের ১৬ মে ‘Hargeisawi’ নামক একটি এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) রিউমর স্ক্যানার টিম আলোচিত ভিডিওটির খোঁজ পায়।  

Video Comparison : Rumor Scanner

উক্ত টুইটের ক্যাপশনে উল্লেখ করা হয়, ফিলিস্তিন বর্ডারে লেবাননের লোকদের দেখা যাচ্ছে। 

দাবিটি নিয়ে আরও অনুসন্ধানে একইদিন Quds News Network নামক একটি ফিলিস্তিনি সংবাদ আউটলেটের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের (সাবেক টুইটার) একটি পোস্টে একই ঘটনার কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot : Quds News Network 

উক্ত পোস্টের ক্যাপশনের ভাবানুবাদ থেকে জানা যায়, ‘শত শত লেবানন বিক্ষোভকারী লেবানন-অধিকৃত ফিলিস্তিন সীমান্ত বরাবর ইসরায়েলের কংক্রিটের দেয়ালে আরোহণ করে এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর সাথে সংঘর্ষের জন্য ফিলিস্তিনে অনুপ্রবেশের চেষ্টা করে।’

এছাড়া, অনুসন্ধানে ২০২১ সালের ১৫ মে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ প্রকাশিত একটি প্রতিবেদনে অনুরূপ কিছু ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot : Reuters 

উক্ত প্রতিবেদনে প্রকাশিত ছবিগুলোর প্রসঙ্গে জানা যায়, দক্ষিন লেবাননের লেবানন-ইসরায়েল সীমান্তের কাছে আদাইসেহ গ্রামে ফিলিস্তিন জনগনের সাথে সংহতি প্রকাশের জন্য বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা একটি সীমান্ত প্রাচীরের উপরে উঠে এবং পতাকা ধরে প্রতিবাদ করেছিলো। 

অর্থাৎ, ভিডিওটি ২০২১ সালের মে মাস থেকেই ইন্টারনেটে বিদ্যমান। অপরদিকে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরু হয় গত ৭ অক্টোবর থেকে।

মূলত, সম্প্রতি, সীমান্ত পার হয়ে ফিলিস্তিনে যাওয়ার চেষ্টা করছেন অনেক জর্ডান যুবক শীর্ষক দাবিতে একটি ভিডিও এবং একই ভিডিওর স্থিরচিত্র ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাছাড়া একই দৃশ্য সাম্প্রতিক সময়ে লেবাননের দাবিতেও ছড়াতে দেখা গেছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতেরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২১ সালের মে মাসে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধ সৃষ্টির কয়েক সপ্তাহ পর লেবাননের বিক্ষোভকারীরা লেবানন-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করার জন্য বিক্ষোভের সময় ইসরায়েল সীমান্ত প্রাচীরের উপর উঠে পতাকা হাতে প্রতিবাদ জানায়। উক্ত ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ভিন্ন দাবিতে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম। 

সুতরাং, ২০২১ সালে লেবাননের বিক্ষোভকারীদের ইসরায়েল সীমান্তে প্রতিবাদ জানানোর একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হয়ে জর্ডান নাগরিকদের ফিলিস্তিনে প্রবেশ করার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা 

তথ্যসূত্র 

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img