বিএনপি’র কাছে সিইসি’র ক্ষমা চাওয়ার গুজব

সম্প্রতি, তফসিল ঘোষণা করে ক্ষমা চাইলো সিইসি। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র।– শীর্ষক ক্যাপশন এবং বিএনপির কাছে ক্ষমা চাইলো সিইসি, নির্বাচন নিয়ে মহাবিপদে প্রধানমন্ত্রী– শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

বিএনপি'র

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি’র কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ক্ষমা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ৮ মিনিটের এই ভিডিওটির শুরুতে কয়েকটি সংবাদ প্রতিবেদনের খণ্ডিত অংশের ভিডিও ক্লিপ যুক্ত করা হয়। উক্ত ভিডিওতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের গণমিছিল ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের এবং নারায়ণগঞ্জের বিএনপি ও যুবদলের মশাল মিছিলের পৃথক তিনটি ভিডিও দেখানো হয়। 

ভিডিও যাচাই-১

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের লোগো দেখা যায়। সেই লোগো’র সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজলের ইউটিউব চ্যানেলে গত ১৫ নভেম্বর “নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।  

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ১৫ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঠেকাতে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলের দৃশ্য এটি। 

Video Comparison by Rumor scanner 

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের লোগো দেখা যায়। সেই লোগো’র সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজলের ইউটিউব চ্যানেলে গত ১৫ নভেম্বর “নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ১৫ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঠেকাতে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলের দৃশ্য এটি।

Video Comparison by Rumor scanner 

আলোচিত ভিডিওটিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বক্তব্য দেওয়া একটি ভিডিও দেখানো হয়। 

ভিডিও যাচাই-২

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৫ নভেম্বর “আজ ৫ নভেম্বর ২০২৩, রবিবার, সারাদেশব্যাপী সর্বাত্মক অবরোধ সফল করায় জনগণকে ধন্যবাদ এবং সীমিত সামর্থের নির্বাচন কমিশনকে পদত্যাগের আহবান।- শীর্ষক ক্যাপশনে প্রকাশিত মূল ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor scanner 

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

ভিডিও যাচাই-৩

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নারায়ণগঞ্জ যুবদলের ব্যানারে একদল মানুষ মশাল মিছিল করছে। এছাড়া বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের লোগো ও দেখা যায়। 

সেই লোগো ও ব্যানারের সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৫ নভেম্বর “নারায়ণগঞ্জে বিএনপি ও যুবদলের মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, ১৫ নভেম্বর রাতে নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিল প্রত্যাখান করে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদল। সেই মশাল মিছিলের দৃশ্য

Video Comparison by Rumor scanner 

তবে, উপরোক্ত ভিডিও তিনটির কোথাও বিএনপি’র কাছে সিইসি কাজী হাবিবুল আউয়াল কতৃক ক্ষমা চাওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমা চাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে তা অবশ্যই গণমাধ্যমগুলোতে প্রচার হতো। তবে মূলধারার গণমাধ্যমগুলোতে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটি স্পষ্ট যে, সিইসি কাজী হাবিবুল আউয়াল বিএনপি’র কাছে ক্ষমা চাননি। 

মূলত, ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)’র কাছে ক্ষমা চেয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই পুরোনো ভিন্ন ঘটনার একাধিক ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়। পাশাপাশি দেশের নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম সূত্রেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় চটকদার থাম্বনেইলে গুজব ছড়ানো হলে সেগুলো মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

এমনকিছু প্রতিবেদন পড়ুন 

সুতরাং, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিএনপি’র কাছে ক্ষমা চেয়েছেন  দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img