সম্প্রতি ‘আরব আমিরাতে রমজান উপলক্ষে মার্কেটগুলোতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।’ শীর্ষক কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সকল মার্কেটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার তথ্যটি সঠিক নয় বরং দেশটির একটি সুপারশপের শুধু একটি পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টিকেই অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম ‘Khaleej Times’ এ গত ০৮ মার্চ ‘Ramadan in UAE: 6 supermarkets, grocery services announce up to 75% discount on essentials‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, আসন্ন রমজান উপলক্ষে আরব আমিরাতের বিভিন্ন সুপার ও হাইপার মার্কেটগুলো বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে। তাছাড়া, দেশটির লুলু হাইপার মার্কেট ক্রেতাদের জন্য মুদি, খাদ্য পণ্য, গৃহ সামগ্রী, ইলেকট্রনিক্স এবং গৃহসজ্জা সহ নির্দিষ্ট কিছু পণ্যের উপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে।

এছাড়া প্রতিষ্ঠানটি ‘প্রাইস লক’ নামে রমজানের কেনাকাটার জন্য একটি উদ্যোগও ঘোষণা করেছে। এ উদ্যোগের অংশ হিসাবে রমজান জুড়ে, বাজারের অবস্থা নির্বিশেষে একই দামে বিক্রি করার জন্য ২০০ টিরও বেশি পণ্য নির্বাচন করা হয়েছে। যেসব পণ্য ক্রেতারা সারা মাস জুড়ে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।
উক্ত প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, দেশটির আরেকটি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘Union Coop’ রমজান উপলক্ষে খাদ্য ও পানীয়, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালীর যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্যে ছাড়ের অফার চালু করেছে।

পরবর্তীতে, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ Union Coop এ দেওয়া একটি পোস্টের সূত্র ধরে জানা যায়, রমজান উপলক্ষে প্রতিষ্ঠানটি থেকে গ্রাহকরা ০৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত দেওয়া ছাড়ের সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য ক্রয় করতে পারবেন।

খালিজ টাইমসের উক্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, Al Adil Trading নামে আরেকটি সুপারমার্কেট রমজান উপলক্ষে ৪০০ টিরও বেশি পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিবে। তাছাড়া, আল মায়া সুপারমার্কেট নামে আরেকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান তাদের ৫০ টিরও বেশি শাখাতে পানীয়, হিমায়িত খাবার, তাজা পণ্য এবং অন্যান্য মুদি পণ্য সহ ৪৮০টিরও বেশি উপকরণের উপর ৪৫ দিনের জন্য ছাড় ও প্রমোশন চালাবে।
দেশটির Carrefour নামে আরেকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও রমজানের প্রয়োজনীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চালু করেছে।
খালিজ টাইমস তাদের প্রতিবেদনটি প্রকাশের প্রায় সপ্তাহখানেক পর গত ১৪ মার্চ এডিট করে উক্ত প্রতিবেদনে নতুন আরেকটি তথ্য যোগ করেছে। সেখানে বলা হয়েছে, দেশটির মুদিপণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠান তালাবাত মার্ট নিত্যপ্রয়োজনীয় ১৫০ টির বেশি পণ্যের উপর সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় দিচ্ছে৷

অনুসন্ধানে দেখা যায়, তালাবাত মার্ট নিত্যপ্রয়োজনীয় পণ্য ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। অনেকটা ফুডপান্ডার পান্ডামার্টের মতো সেবাদাতা এই প্রতিষ্ঠানটির এমন ছাড় চলবে মার্চের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত।

অর্থাৎ, উপরোক্ত অনুসন্ধান অনুযায়ী রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে পণ্যের উপর ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি শুধু ইউনিয়ন কপ নামের একটি সুপার শপের ঘটনা। তাছাড়া, সকল পণ্যে নয় বরং নির্দিষ্ট কিছু পণ্যের উপর এই ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে।
ইউনিয়ন কপ কোন কোন পণ্যে ৭৫ শতাংশ ছাড় দিচ্ছে?
প্লে স্টোর থেকে ইউনিয়ন কপের অ্যাপ্লিকেশন ‘Union Coop’ ইন্সটল করে ছাড়কৃত পণ্যগুলোর একটি তালিকা খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার টিম। তালিকাটি বিশ্লেষণ করে দেখা যায়, রমজান উপলক্ষে প্রতিষ্ঠানটি যেসব পণ্যে ছাড় দিচ্ছে তার মধ্যে শুধু একটি (হ্যান্ডওয়াশ) পণ্যে ৭৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে।

অ্যাপ্লিকেশনটি থেকে অন্যান্য পণ্যের ছাড়ের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠানটির সবজি, বিভিন্ন ফলমূল ও প্যাকেট জাতীয় অন্যান্য খাবারে ছাড়ের পরিমাণ ১৫ থেকে শতকরা ৬৫ শতাংশ পর্যন্ত।
চাল, তেল, ছোলা, ডাল ইত্যাদি ছাড়ের পরিমাণ শতকরা ১৩ থেকে ৩৯ শতাংশ।

অর্থাৎ, সকল পণ্যে নয় এবং সকল মার্কেটেও ৭৫ শতাংশ নয়, প্রকৃতপক্ষে আসন্ন রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সুপার শপ ইউনিয়ন কপ একটি হ্যান্ডওয়াশ পণ্যের উপর ৭৫ শতাংশ ছাড় দিয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে রমজান উপলক্ষে পাকিস্তানে প্রতি কেজি বাসমতি চাল ৫ টাকায় ও সাড়ে ১২ টাকায় দেড় লিটার তেল পাওয়া যাবে শীর্ষক একটি সংবাদ বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধান করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
মূলত, আসন্ন রমজানকে ঘিরে সম্প্রতি আরব আমিরাতের একাধিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন দ্রব্যের ওপর বিভিন্ন হারে মূল্যহ্রাসের ঘোষণা দেয়৷ এই ঘোষণাটিকে কেন্দ্র করেই ফেসবুকে আরব আমিরাতে রমজান উপলক্ষে দেশটির সকল মার্কেটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে শীর্ষক তথ্যটি ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেবল একটি সুপারশপ একটি পণ্যের উপর সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। তাছাড়া, অন্য কয়েকটি প্রতিষ্ঠানের ছাড়ের পরিমাণ যথাক্রমে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।
সুতরাং, সংযুক্ত আরব আমিরাতে রমজান উপলক্ষে সকল মার্কেটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Khaleej Times: 10 days to Ramadan: 5 UAE supermarkets announce up to 75% discount on essentials
- Union Coop Facebook Page: https://fb.watch/jg2OqJHg1P/
- Carrefour UAE Facebook Page: https://fb.watch/jg0Fd4u9w6/