বুধবার, অক্টোবর 9, 2024

আইসিইউতে রোগী ধর্ষণের ঘটনাটি ভারতের, বাংলাদেশের নয়

সম্প্রতি, আইসিইউতে রোগীকে ধর্ষণ-শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভি’র এবং অনলাইন ভিত্তিক গণমাধ্যম জুম বাংলা’র ফটোকার্ড এবং ফটোকার্ড ব্যতীত আলোচিত দাবি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। দাবি করা হচ্ছে, ধর্ষণের এই ঘটনাটি বাংলাদেশের।

আইসিইউ

ইনডিপেনডেন্ট টিভি’র ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

জুম বাংলা’র ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফটোকার্ড ব্যতীত ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইসিইউতে রোগীকে ধর্ষণের ঘটনাটি বাংলাদেশের নয় বরং ঘটনাটি ভারতের রাজস্থানের আলওয়ার জেলার। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলোতে ব্যবহৃত ফটোকার্ড দুইটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। গণমাধ্যম দুইটির সূত্র ধরে ফেসবুকে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে ইনডিপেনডেন্ট টিভি’র এবং জুম বাংলা’র ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ড ( এবং ) খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ-,)

Screenshot: Independent Tv And Zoom bangla Facebook Page 

উক্ত গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে ফটোকার্ড নিয়ে প্রচারিত পোস্টের কমেন্টে এসম্পর্কিত একটি  প্রতিবেদন (, ) পাওয়া যায়। 

প্রতিবেদন দুইটি থেকে জানা যায়, নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে নার্সিং সহকারী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ২৪ বছর বয়সী এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের আলওয়ার জেলায়। 

এছাড়া একই বিষয়ে শিরোনামে ভারতের কথা উল্লেখ না করে প্রতিবেদন প্রকাশ করেছে আরও কিছু গণমাধ্যম। প্রতিবেদন দেখুনযমুনা টিভি, সংবাদ প্রকাশ, মানবকণ্ঠ, দেশ রূপান্তর, আমাদের সময়যুক্তধারা, বায়ান্ন.কম এবং দৈনিক যমুনা

প্রতিবেদনগুলোর শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদন না পড়েই তারা বিষয়টিকে বাংলাদেশের মনে করে বিভিন্ন মন্তব্য করেছেন। 

Comment Collage By Rumor Scanner 

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম  আনন্দবাজার এর ওয়েবসাইটে গত ২৭ ফেব্রুয়ারি “ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি থাকা রোগীকে অজ্ঞান করে ধর্ষণ আইসিইউয়ের মধ্যেই! গ্রেফতার নার্স” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাজস্থানে আইসিইউয়ে ভর্তি থাকা রোগীকে ধর্ষণের অভিযোগ  উঠেছে রাজস্থানের আলওয়ার জেলায় বেসরকারি একটি হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম চিরাগ যাদব। তিনি ওই বেসরকারি হাসপাতালে পুরুষ নার্স হিসাবে কর্মরত। অভিযোগ, আইসিইউয়ের মধ্যে ২৪ বছর বয়সি এক মহিলা রোগীকে অজ্ঞান করে ধর্ষণ করেছেন চিরাগ। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

অর্থাৎ, আইসিইউতে রোগীকে ধর্ষণের ঘটনাটি বাংলাদেশের নয়। তবে এসম্পর্কিত খবরের শিরোনামে স্থানের নাম না উল্লেখ করায় ঘটনাটি বাংলাদেশের ভেবে নেটিজেনরা বিভ্রান্ত হয়েছেন।

মূলত, সম্প্রতি ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বেসরকারি একটি হাসপাতালের কর্মীর বিরুদ্ধে আইসিইউতে থাকা রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উক্ত বিষয়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করে সংবাদ প্রচার করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি বাংলাদেশের ঘটনা মনে করে ফেসবুকে প্রচার করেন।

উল্লেখ্য, পূর্বেও ভারতের ঘটনা বাংলাদেশের দাবিতে প্রচারিত হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বেসরকারি একটি হাসপাতালের কর্মীর বিরুদ্ধে আইসিইউতে থাকা রোগীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় বাংলাদেশে স্থানের নাম উল্লেখ না করে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img