ছাত্রদল সভাপতি রাকিবের ভিন্ন বিষয়ের বক্তব্যের ভিডিওতে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের অডিও যুক্ত করে প্রচার

২০২৪ সালের ৩০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন প্রশ্ন রেখেছিলেন, বুয়েট কি পাকিস্তান? যে ভিসা পাসপোর্ট নিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে?

সম্প্রতি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ইস্যুতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের মতো একই বক্তব্য দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবিতে একটি ভিডিও সামজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। কিছু কিছু ভিডিওতে সাদ্দাম হোসেন ও রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্যের ফুটেজ একই ভিডিওতে রাখা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মতো একই বক্তব্য দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিব শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সভাপতির ভিন্ন বিষয়ে বক্তব্যের ভিডিওতে সম্পাদনার মাধ্যমে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের অডিও সংযুক্ত করে প্রচার করা হয়েছে।

সাদ্দাম হোসেনের ভিডিও ফুটেজ যাচাই

এটিএন বাংলা নিউজ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩১ মার্চ প্রচারিত ‘বুয়েট কি পাকিস্তান ? যে সেখানে ঢুকতে ভিসা-পাসপোর্ট লাগবে ? Saddam Hussain | BUET | ATN Bangla News’ শীর্ষক ক্যাপশনের ভিডিওটিতে আলোচিত ফুটেজটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: ATN Bangla

ভিডিওতে সাদ্দাম হোসেনকে বলতে দেখা যায়, বুয়েট কি পাকিস্তান? যে ভিসা পাসপোর্ট নিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে?

রাকিবের ভিডিও ফুটেজ যাচাই

ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ১ জানুয়ারি প্রচারিত ‘ছাত্রদল চাঁদাবাজি করে না: ছাত্রদল সভাপতি | DBC NEWS’ শীর্ষক ক্যাপশনের একটি ভিডিওর আলোচিত ফুটেজের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

ভিডিও থেকে জানা যায়, ছাত্রদল সভাপতি রাকিব গত ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের একটি মিডিয়া ও বলতে পারবে না ছাত্রদলের কেউ এক টাকা চাঁদাবাজি করছে”। এছাড়াও, তিনি শেখ হাসিনা আমলের নির্যাতনের কথাও বলেন। 

তবে, ভিডিওটিতে বুয়েট (অথবা কুয়েট) কি পাকিস্তান? যে ভিসা পাসপোর্ট নিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? শীর্ষক বক্তব্য দেননি।

তাছাড়া, এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ফুটেজটিতে ‘Vidma’ নামের একটি ওয়াটারমার্ক দেখতে পাওয়া যায়, যা ডিবিসি নিউজের ফুটেজে ছিল না। 

অর্থাৎ, ভিডিওটি ‘Vidma’ নামের অ্যাপসের সাহায্যে সম্পাদনার মাধ্যমে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অডিও সংযুক্ত  করে তৈরি করা হয়েছে। 

সুতরাং, ছাত্রদল সভাপতি রাকিবের ভিন্ন ঘটনার বক্তব্যের ভিডিও সম্পাদনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্য সংযুক্ত করে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img