আগামী ২০ মার্চ ইউনূসের পদত্যাগ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো ঘোষণা দেননি সেনাপ্রধান

সম্প্রতি, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান লাইভে এসে চূড়ান্ত ঘোষণা দিল। ২০ মার্চে দেশে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডঃ ইউনূসকে পদত্যাগ করার ঘোষণা দিলো- শীর্ষক একটি তথ্য টিকটকে প্রচার করা হচ্ছে। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ইউটিউবের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী ২০ মার্চ শেখ হাসিনাকে দেশে আসার কোনো ঘোষণা দেননি সেনাপ্রধান এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের ঘোষণাও দেননি। পাশাপাশি, যমুনা টিভিও এসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো তথ্য ছাড়াই যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে প্রচারিত পোস্টটিতে থাকা ব্যানারটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ব্যানারটিতে যমুনা টিভির লোগো রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় ও আন্তর্জাতিক অন্য কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে, সেনাপ্রধানকে জেনারেল ওয়াকার-উজ-জামানকে গত ১৩ মার্চ পিলখানা ট্রাজেডিততে নিহত পরিবারের সদস্য, যোদ্ধাহত মুক্তিযুদ্ধা ও জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নিয়প একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সর্বশেষ বক্তব্য রাখেন সেনাপ্রধানকে জেনারেল ওয়াকার-উজ-জামান। কিন্তু বক্তব্যে আলোচিত দাবির সপক্ষে কোনো মন্তব্য করেননি তিনি।

সুতরাং, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান লাইভে এসে চূড়ান্ত ঘোষণা দিল। ২০ মার্চে দেশে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডঃ ইউনূসকে পদত্যাগ করার ঘোষণা দিলো- শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img