সম্প্রতি, দক্ষিণ ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের করতেছেন দাবিতে তার সাদা পোশাক ও টুপি পরিহিত কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, থালাপতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি সত্য নয়। বরং, সম্প্রতি রমজান উপলক্ষ্যে তার ইফতার অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিওর মাধ্যমে এই দাবি প্রচার করা হলেও বিশ্বস্ত কোনো সূত্রে বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি। এছাড়া, তার আগের বক্তব্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তিনি নিজেকে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হিসেবে ঘোষণা করেননি, তবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নালে ৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, গত ৭ মার্চ, শুক্রবার, রমজান উপলক্ষ্যে চেন্নাইয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন বিজয়। সে সময় তাকে সাদা পোশাক ও টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে সন্ধ্যার নামাজ আদায় করেন এবং ইফতার অনুষ্ঠানে অংশ নেন।তবে এই প্রতিবেদনে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিবেদনে উল্লেখ করা হয়, তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় ২০২৬ সালের তামিলনাডু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট না বেঁধে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ৭ মার্চ প্রকাশিত একটি পোস্টে এই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয় যে, এটি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রতিষ্ঠাতা ও প্রধান বিজয়ের রমজান মাসে চেন্নাইয়ে আয়োজিত ইফতার মাহফিলের ভিডিও।
একই ঘটনা ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হলেও তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে কোনো প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়নি। তবে, তার এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন অনেকেই।
বিজয়ের ধর্মীয় বিশ্বাস নিয়ে অনুসন্ধানে, ২০২২ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে এই বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়। তিনি বলেন, “আমি একজন দৃঢ় বিশ্বাসী। আমি চার্চে যাই, এবং ‘থুপাক্কি’ ছবির শুটিংয়ের সময় মন্দির ও আমিন পীর দরগায়ও গিয়েছি। আমি সব জায়গাতেই এক ধরনের ঐশ্বরিক অনুভূতি পেয়েছি। আমার মা একজন হিন্দু এবং বাবা একজন খ্রিস্টান। তারা প্রেম করে বিয়ে করেছিলেন। আমি এমন একটি পরিবারে বড় হয়েছি, যেখানে আমাকে কখনো কোথায় যাওয়া উচিত বা উচিত নয়—সেই বিষয়ে কোনো বাধা দেওয়া হয়নি। আমি আমার সন্তানদেরও একই শিক্ষা দিচ্ছি।”
সুতরাং, তামিল সিনেমার অভিনেতা থালাপতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি মিথ্যা।