সম্প্রতি, “থাইল্যান্ডে এবং ইন্দোনেশিয়ায় ছোট্ট বাচ্চাদেরকে হজ্বের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, স্কুলে বাচ্চাদের হজ্জ শেখানোর ভিডিওটি থাইল্যান্ড-ইন্দোনেশিয়ার নয় বরং ভিডিওটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত “লিটল হজ্জ” নামের ইভেন্টের।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP এর ইউটিউব চ্যানেল থেকে ২০১৯ সালের ৪ জুলাই Malaysian children in practice run for Muslim hajj শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, মালয়েশিয়ায় হাজার হাজার শিশুকে প্রতিবছর হজ্জ পালনের রীতিনীতি শেখানো হয়। শিশুরা পবিত্র কাবা শরীফের আদলে তৈরী মডেল কাবা শরীফ প্রদক্ষিণ করে এবং শয়তানকে পাথর নিক্ষেপ করে।
এছাড়াও, ArabNews.com এর ২০২২ সালের ২৪ আগস্ট প্রকাশিত Malaysian children parade in white robes for practice hajj | Arab News শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, মালয়েশিয়া্র শিশুরা রাজধানীর কুয়ালালামপুরে “Little Hajj” ইভেন্টে অংশগ্রহণ করে। সাদা কাপড় এবং সবুজ ব্যাগ নিয়ে শিশুরা সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের আদলে তৈরী মডেল কাবা প্রদক্ষীণ করে।
মূলত, মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরে প্রতি বছর “লিটল হজ্জ” নামে একটি ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে শিশুরা সাদা পোশাকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফের আদলে তৈরী মডেল কাবা শরীফ প্রদক্ষীণ করে এবং শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে। এর মাধ্যমে শিশুদেরকে হজ্জের প্রশিক্ষণ দেওয়া হয়। মালয়েশিয়ার শিশুদের হজ্জ পালনের প্রশিক্ষণের ঘটনাকে থাইল্যান্ড-ইন্দোনেশিয়ার শিশুদের হজ্জ প্রশিক্ষণের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ইসলামের পাঁচটি স্তম্ভ হিসাবে পরিচিত মুসলিম অনুশীলন ও প্রতিষ্ঠানের পঞ্চম হল হজ্জ। ইসলামি শেষ মাস আল-হিজ্জাহ মাসে হজ্জ শুরু হয়। প্রতি বছর হাজার হাজার ধর্ম প্রাণ মুসলমান বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয় হজ্জের উদ্দেশ্যে।
সুতরাং, মালয়েশিয়ার শিশুদের হজ্জ পালন প্রশিক্ষণের ঘটনাকে থাইল্যান্ড-ইন্দোনেশিয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।