গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিপিএল ম্যাচে তাসকিন আহমেদের দুর্দান্ত পারফরম্যান্সে রাজশাহী দল সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে পরাজিত করে। এই জয়ের ফলে তাসকিন আহমেদের দলের সামনে প্লে-অফে খেলার সম্ভাবনার তৈরি হয়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, এটি তাসকিন আহমেদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্লে-অফে খেলার প্রথম সুযোগ।

উক্ত দাবিতে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, তাসকিন আহমেদের প্রথমবারের মতো বিপিএলের প্লে-অফে খেলার সুযোগ তৈরির তথ্যটি সত্য নয়। বরং, তিনি ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরেই চিটাগং কিংসের হয়ে প্লে-অফে খেলেছিলেন।
অনুসন্ধানে ২০১৩ সালের বিপিএল আসরে প্লে-অফের প্রতিটি ম্যাচের স্কোরকার্ডে তাসকিন এর উপস্থিতি পাওয়া যায়। প্রথম সেমিফাইনালে ৩ ওভারে ৩১ রান খরচা করে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় সেমিফাইনালে ৪ ওভার বোলিং করে ২৪ রান খরচা করে ১ উইকেট তুলে নেন তিনি। ফাইনাল ম্যাচের স্কোরকার্ড থেকে জানা যায়, চিটাগং কিংসের হয়ে ঢাকা গ্লাডিয়েটরস এর বিরুদ্ধে বল হাতে ৪ ওভারে ২ উইকেট তুলে নেয় তাসকিন। এবং ব্যাট হাতে এক বল খেলে শূন্য রানে ফিরে যান তিনি। অতএব এর আগেও একবার বিপিএল প্লে-অফে খেলেছিলেন তাসকিন।
উল্লেখ্য যে, ২০১৩ সালের বিপিএলের দ্বিতীয় আসরে তাসকিন আহমেদ দুটি সেমিফাইনাল ম্যাচে খেলেছিলেন। যদিও সেই সময়ের টুর্নামেন্ট পদ্ধতি বর্তমানের মতোই ছিল, তবে ম্যাচগুলোর নামকরণ ছিল ভিন্ন। তৎকালীন “১ম সেমিফাইনাল” বা “এলিমিনেশন ফাইনাল” ছিল এখনকার “এলিমিনেটর”, যেখানে পয়েন্ট টেবিলের ৩য় ও ৪র্থ স্থানের দল মুখোমুখি হয়। বর্তমানে প্রচলিত “কোয়ালিফায়ার-২”, যেখানে “কোয়ালিফায়ার-১”-এ পরাজিত দল ও এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হয়, সেটি তখন “২য় সেমিফাইনাল” নামে অনুষ্ঠিত হতো। অন্যদিকে, বর্তমানে “কোয়ালিফায়ার-১” নামে পরিচিত ম্যাচটি সে সময় “প্লে-অফ রেস টু দ্য ফাইনাল” নামে পরিচিত ছিল। অর্থাৎ, প্লে-অফ পর্বে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে দুটি ম্যাচে তাসকিন আহমেদের দল খেলেছিল এবং তিনিও উভয় ম্যাচে অংশ নিয়েছিলেন।
আরও উল্লেখ্য যে, তাসকিন আহমেদের দল দুর্বার রাজশাহী এবারের বিপিএলে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। পয়েন্ট টেবিলে ৫ম স্থানে থেকে তাদের বিপিএল অভিযান শেষ হয়েছে।
সুতরাং, চলতি বিপিএলে প্রথমবারের মতো বিপিএল প্লে-অফে তাসকিন আহমেদের খেলার সুযোগ সৃষ্টি হওয়ার দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Cricbuzz: Chittagong Kings vs Duronto Rajshahi, 1st Semi Final Scorecard
- Cricbuzz: Chittagong Kings vs Sylhet Royals, 2nd Semi Final, rescheduled Scorecard
- ESPN Cricinfo: Chittagong Kings vs Dhaka Gladiators, Final, Scorecard
- BDNews24.com: ঢাকা-সিলেটের ফাইনালে ওঠার লড়াই
- Rumor Scanner Own analysis