শনিবার, সেপ্টেম্বর 23, 2023
spot_img

তারেক জিয়া ফেরার সংবাদে জুম্মা শেষে বিএনপির আন্দোলনের দৃশ্য দাবিতে ভিডিওটি বিভ্রান্তিকর

সম্প্রতি “জুম্মা শেষে বিএনপি ঝাঁপিয়ে পড়লো, তারেক রহমান ফিরবে এমন সংবাদে !” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “জুম্মা শেষে বিএনপি ঝাঁপিয়ে পড়লো, তারেক রহমান ফিরবে এমন সংবাদে !” শীর্ষক দাবিটির সাথে সংযুক্ত ভিডিওটির কোনো সম্পর্ক নেই বরং পুরোনো ও ভিন্ন ঘটনার দুইটি ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Bangladesh Nationalist Party-BNP এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৩০ নভেম্বর “বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় বিএনপি’র সমাবেশ। জনতার উত্তাল জনসমুদ্র!” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে তারেক রহমান ফেরার সংবাদে জুম্মা শেষে বিএনপির আন্দোলনের দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে চলতি বছরের BNP এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২১ জুলাই “তারেক রহমানের বিরুদ্ধে কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভ” শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ১ ঘন্টা ৪৭ সেকেন্ডে বক্তার বক্তব্যের সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর বক্তার বক্ত্যব্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

মূলত, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় বিএনপি’র সমাবেশের ভিডিও ক্লিপ এবং তারেক রহমানের বিরুদ্ধে কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভের ভিডিও ক্লিপ যুক্ত করে, তারেক রহমান ফেরার সংবাদে  জুম্মা শেষে বিএনপির সমাবেশের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

তাছাড়া, আলোচিত পোস্টগুলোতে তারেক জিয়ার দেশের ফেরার দাবি করা হলেও, তিনি বাংলাদেশে ফিরবেন এমন কোনো তথ্য দেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয় নি।

উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য  ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে গমন করেন। তারপর থেকে তিনি আর দেশে ফেরেননি।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি  আবু আহমেদ মন্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ আখ্যা দেন। তিনি বলেছিলেন তারেক রহমান  বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে, শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাঁকে কোনো দিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর জিব কর্তন করবে।

সুতরাং, তারেক রহমান ফেরার সংবাদে জুম্মা  শেষে বিএনপির সমাবেশের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Bangladesh Nationalist Party – BNP YouTube: বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় বিএনপি’র সমাবেশ। জনতার উত্তাল জনসমুদ্র!

Bangladesh Nationalist Party – BNP YouTube: তারেক রহমানের বিরুদ্ধে কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভ

প্রথম আলো: তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

বিবিসি বাংলাঃ তারেক রহমান: বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে যে সমঝোতা করে বড় ছেলেকে লন্ডনে পাঠিয়েছিলেন

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img