সম্প্রতি ‘শিবিরের পিআর টিমের এক্টিভিস্ট তারেক এর বিবর্তন দেখুন। ছিলো লীগের লুঙ্গির নিচে। বিদেশে স্থায়ি হওয়ার জন্য এলজিটিভিটি প্রমোট করে। এখন সে পুরোপুরি শিবির, সোশ্যাল মিডিয়ায় শিবিরের পক্ষে ন্যারেটিভ তৈরী, গু জ ব রটানো, ক্যাম্পেইন করাদের একজন এই তারেক।’ ক্যাপশনে অনলাইন অ্যাক্টিভিস্ট ও কনটেন্ট ক্রিয়েটর তারেক আহমেদের একাধিক ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক আহমেদের নামে প্রচারিত ছবিগুলো আসল নয়। মূলত, তারেক আহমেদের ভিন্ন দুটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ছবি যাচাই- ১
তারেক আহমেদের ফেসবুক প্রোফাইলে গত ১৬ এপ্রিল প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির আংশিক মিল রয়েছে।

‘REAL MADRID TILL WE DIE আপনাদের ছবিও কমেন্ট করেন……’ ক্যাপশনের উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ছবিতে তারেক আহমেদ রিয়াল মাদ্রিদ সিএফ ফুটবল ক্লাবের লোগো সম্বলিত একটি চাদরের ওপরে একই ক্লাবের জার্সি পরিহিত অবস্থায় রয়েছেন৷ উক্ত ছবির সাথে আলোচিত ছবিতে তারেক আহমেদের মুখমণ্ডল, হাতের আঙুলে ‘ভি চিহ্ন’ প্রদর্শন ও ক্যামেরা ধরার ধরণের মিল থাকলেও আলোচিত ছবিতে পেছনের চাদর ও তার পরনের টি-শার্টটি ভিন্ন।
এই ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation এর ওয়েবসাইটে ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৭৬ শতাংশ।

অর্থাৎ, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ভিন্ন একটি ছবিকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
ছবি যাচাই- ২
তারেক আহমেদের ফেসবুক প্রোফাইলে গত ০৪ অক্টোবর প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির আংশিক মিল রয়েছে।
‘From River to the Sea- Palest*ne will be free.’ ক্যাপশনের উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ছবিতে তারেক আহমেদ হালকা নীল শার্ট পরিহিত অবস্থায় একটি লাঠিতে বাঁধা ফিলিস্তিনের পতাকা ডান হাতে ধরে রয়েছেন৷ উক্ত ছবির সাথে আলোচিত ছবিতে তারেক আহমেদের মুখমণ্ডল, হাতের অবস্থান ও পতাকা ধরার ধরণের মিল থাকলেও আলোচিত ছবিতে তার পোশাক, লাঠিতে বাঁধা পতাকা ও তার পেছনের পারিপার্শ্বিকতা ভিন্ন।

উভয় ছবি পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায়, তারেক আহমেদের হাতে ফিলিস্তিনের পতাকা ধরা ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে; যেখানে তার পরনের পোশাকের স্থলে একটি ভিন্ন শার্ট যুক্ত করা হয়েছে এবং ফিলিস্তিনের পতাকার স্থলে এলজিবিটিকিউ কম্যুনিটির পতাকা যুক্ত করা হয়েছে। এছাড়া, মূল ছবিতে থাকা তার পেছনের দালান-রাস্তার স্থলে একটি পার্কের ছবি যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, তারেক আহমেদের ফেসবুক প্রোফাইলে গত ০৫ অক্টোবর প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবি ও মূল ছবিগুলো যুক্ত করে উল্লেখ করা হয় যে আলোচিত ছবিগুলো সম্পাদিত।
সুতরাং, অনলাইন অ্যাক্টিভিস্ট তারেক আহমেদের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Tarek Ahmed – Facebook Post
- Hive Moderation – Website
- Tarek Ahmed – Facebook Post
- Tarek Ahmed – Facebook Post