সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করতে বলেছেন দাবিতে দৈনিক প্রথম আলো ও কালবেলার ডিজাইন সম্বলিত দুটো ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
প্রথম আলোর ফটোকার্ড দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
কালবেলার ফেসবুক পোস্ট দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ক্রিকেটার তানজিম সাকিব পর্দা করতে বলেছেন দাবিতে প্রথম আলো বা কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং তানজিম সাকিবও এমন কিছু বলেননি বরং, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড দুইটি পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডগুলো প্রথম আলো এবং কালবেলার ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে এবং উভয় ফটোকার্ড প্রকাশের দিন হিসেবে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্রে প্রথম আলোর ফেসবুক পেজ এবং কালবেলা’র ফেসবুক পেজ পর্যালোচনা করে আলোচিত ফটোকার্ডগুলো খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও প্রথম আলোর ইউটিউব চ্যালেন ও ওয়েবসাইট এবং কালবেলার ইউটিউব ও ওয়েবসাইট পর্যালোচনা করেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি প্রথম আলোর ফটোকার্ড দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে প্রথম আলোর পেজে প্রকাশিত ফটোকার্ডগুলোর শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
Photocard Comparison by Rumor Scanner
এছাড়াও কালবেলার ফেসবুক পেজে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশেকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়, যার সাথে কালবেলার ফটোকার্ড দাবিতে প্রচারিত ফটোকার্ডের মিল রয়েছে। উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে এটিই প্রতীয়মান হয় যে, এটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ক্রিকেটার তানজিম সাকিবের ছবি ও ভিন্ন শিরোনাম যুক্ত করে তৈরি করা হয়েছে।
Photocard Comparison by Rumor Scanner
পরবর্তীতে তানজিম সাকিব সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে এমন কোনো মন্তব্য করেছেন কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার এ বিষয়ে তানজিম সাকিবের সাথেও কথা বলেছে। তিনি জানিয়েছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, ক্রিকেটার তানজিম সাকিব উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করতে বলেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা। এছাড়াও এ দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট এবং কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalbela Facebook Page: বাংলাদেশেকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি
- Statement from Tanzim Sakib
- Rumor Scanner’s Own Analysis
হালনাগাদ/ Update
২৫ নভেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে ফেসবুকে একই দাবি সম্বলিত আরো কিছু পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টগুলোকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।