বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

মাহমুদুল্লাহ রিয়াদকে কেন্দ্র করে সম্প্রতি লাইভে আসেননি তামিম ইকবাল 

সম্প্রতি, “মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে লাইভে এসে মুখ খুললেন তামিম ইকবাল খান।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রচার করা  হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন একটি ভিডিও পোস্টটি দেখুন পোস্ট (আর্কাইভ)।

ভিডিওতে তামিম ইকবাল যা বলছেন 

‘ছোট একটা এনাউন্সমেন্ট ছিল। আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের টিম সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে… আমি উনাদেরকে ফোন করেছিলাম, ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি। যেটা আমি সবার সাথেই শেয়ার করতে চাই… আমি উনাদের বলেছি, আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আইএম বেসিকলি নট অ্যাভিয়েলেবল ফর দ্যা ওয়ার্ল্ড কাপ। এটার দুই-তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেইম টাইম ইজ ওয়ান অফ দ্যা বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফর্মেটটা ৷ সেকেন্ডলি ইঞ্জুরি, বাট ইঞ্জুরি মনে হয় না অত বড় সমস্যা। বিকজ আমি আশা করি, যে ওয়ার্ল্ড কাপের আগেই ঠিক হয়ে যাবো। বাট যে জিনিসটা আমাকে এই ডিসিশন নিতে ট্রিক করেছে… লাস্ট প্রায় ১৫/১৬ টা টি–টোয়েন্টি খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এটা ফেয়ার হতে তাদের প্রতি, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেই। প্রবাবলি হয়তো বা আমি ওয়ার্ল্ড  কাপ টিমে থাকতাম… বাট আমার কাছে মনে হয় না যে এটা ফেয়ার হতো।… প্রববলি এই ওয়ার্ল্ড  কাপে আপনারা আমাকে দেখবেন না।…  আবার ক্লিয়ার করে দেই, আইএম নট রিটায়ারিং। আমি রিটায়ার করছি না। বাট প্রবাবলি এই ওয়ার্ল্ড  কাপটা আমার খেলা  হবে না। আমার কাছে মনে হয় যে ইট’স এ ফেয়ার ডিসিশন…।’

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবালের লাইভে এসে দেওয়া বক্তব্যটি  মাহমুদউল্লাহ রিয়াদকে কেন্দ্র করে দেওয়া নয় বরং এটি ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তামিম ইকবালের নিজের ফেসবুক পেজ থেকে আসা একটি লাইভ ভিডিও। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে তামিম ইকবালের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২১ সালের ১ সেপ্টেম্বর শিরোনামে কিছু ইমোজি ব্যবহার করে প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।  

Screenshot: Tamim Iqbal Facebook Post

৩ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই ভিডিওটির সঙ্গে মাহমুদুউল্লাহ রিয়াদ প্রসঙ্গে তামিম ইকবালের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

এছাড়া ভিডিওটিতে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কিছু বলেননি। মূলত এখানে তিনি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলেন।

পরবর্তীতে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২১ সালের ১ সেপ্টেম্বর এই ভিডিওর বরাতে “টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

Screenshot: Prothom Alo 

প্রতিবেদন থেকে জানা যায়, টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দিয়েছেন।

অর্থাৎ, মাহমুদুল্লাহ রিয়াদকে কেন্দ্র করে তামিম ইকবালের ফেসবুক লাইভে এসে মুখ খোলার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরানো এবং এই ভিডিওটিতে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। বরং এখানে তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।  

উল্লেখ্য, গত ১২ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত আসন্ন এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। 

এ নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই জাতীয় দলের আট ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের পরিকল্পনার কথা জানায় বিসিবি। সেই আট ক্রিকেটারের মধ্যে অন্যতম একজন মাহমুদুল্লাহ রিয়াদ।

Screenshot: RTv

মূলত, গত ১২ আগস্ট আসন্ন এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৭ সদস্যের এই দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর থেকেই চলছে আলোচনা-সমালোচনা। এরই প্রেক্ষিতে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে লাইভে এসে মুখ খুলেছেন  দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে কথাগুলো তামিম ইকবাল মাহমুদউল্লাহ রিয়াদকে কেন্দ্র করে নয়  বরং এটি ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিতে তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে আসা একটি লাইভ ভিডিও। 

সুতরাং, মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে লাইভে এসে তামিম ইকবালের কথা বলার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img