সম্প্রতি, “পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ পাকিস্তানের” শীর্ষক শিরোনামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ )
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওটি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের নয় বরং প্রযুক্তির সাহায্যে এডিট করে ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর ওয়েবসাইটে বর্তমানে জীবিত মানুষদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের তথ্য পাওয়া যায়, যার নাম তুরস্কের সুলতান কোসেন। তার বর্তমান উচ্চতা ৮ ফিট ১১.১ ইঞ্চি।

এছাড়াও, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিগত ১০০ বছরের সর্বোচ্চ উচ্চতার বিভিন্ন মানুষের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সর্বকালের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে রবার্ট ওয়াডলোর নাম পাওয়া গেছে। ১৯৪০ সালে ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হওয়া এই ব্যক্তিটির উচ্চতা ২.৭২ মিটার বা ৮ ফিট ১১.১ ইঞ্চি। এই তালিকায় পাকিস্তানের একজন নাগরিক আলম চান্নার নামও রয়েছে। তবে বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ আলম চান্না মারা যান ১৯৯৮ সালে। আলম চান্নার ১৯৮১ সালে পরিমাপিত উচ্চতা ছিল ২.৩২ মিটার। তবে, ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তির সঙ্গে আলম চান্নার মুখের কোনও মিল পাওয়া যায়নি।
অর্থাৎ, সবচেয়ে লম্বা মানুষের তালিকায় জীবিত ব্যক্তি হিসেবে আছে সুলতান কোসেন এবং জীবিত ও মৃত ব্যক্তিদের তালিকায় সর্বকালের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে আছে রবার্ট ওয়ালডোর। বর্তমানে জীবিত সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে পাকিস্তানের কোনো ব্যক্তির নাম পাওয়া যায় নি।

এছাড়াও, ভিডিওটি পর্যবেক্ষণ করে ১৫ সেকেন্ডের দৃশ্যে দেখানো মানুষটিকে বেশ অস্বাভাবিক মনে হয়। ভিডিওর ১২ সেকেন্ড অংশে মানুষটির আকৃতি আবার স্বাভাবিক হয়ে যায়। এতে করে বুঝা যায় ভিডিওটিতে কোনো ফিল্টার মুড দেয়া ছিলো। পরবর্তীতে আবার এডিটেড ফিল্টারটি চলে আসে এবং মানুষটিকে পূর্বের মতো অস্বাভাবিক দেখা যায়। ফিল্টারটির এভাবে সরে যাওয়ায় মানুষটির আকৃতি পরিবর্তনের ফলে বোঝা যায়, ভিডিওটি মূলত এডিট করা বা ফিল্টার ব্যবহারের মাধ্যমে মানুষটিকে অস্বাভাবিক লম্বা দেখানো হয়েছে। অর্থাৎ, স্বাভাবিক উচ্চতার একজন মানুষের চলাফেরার ভিডিওকে বিকৃত করা হয়েছে। যে কারণে ভিডিওর মানুষটিকে অস্বাভাবিক লম্বাকৃতির মনে হয়েছে।

তবে ভিডিওতে দেখানো লোকটির কোনো পরিচয় জানা যায় নি।
মূলত, উক্ত ভিডিওটিতে একজন স্বাভাবিক উচ্চতার মানুষকে প্রযুক্তির সাহায্যে এডিট করে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ দাবিতে প্রচার করা হয়। কিন্তু গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তুরস্কের সুলতান কোসেন জীবিতদের মধ্যের বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি। এছাড়াও ১০০ লম্বা ব্যক্তির তালিকাতেও উক্ত ভিডিওর ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায় না।
সুতরাং, “পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ পাকিস্তানের” শীর্ষক শিরোনামের ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ওয়েবসাইট: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
- গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড: A history of record-breaking giants 100 years after the tallest man ever was born
- BBC: World’s tallest man দিএস
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান