সাকিব আল হাসান অর্থ উপার্জনের কোনো অ্যাপ প্রকাশের ঘোষণা দেননি

সম্প্রতি, ‘সাকিব আল হাসান অর্থ উপার্জনের অ্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছেন’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

সাকিব আল হাসান

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে অর্থ উপার্জনের কোনো অ্যাপ প্রকাশের ঘোষণা দেননি বরং প্রতারণার উদ্দেশ্যে সাকিব আল হাসানের নাম ব্যবহার করে উক্ত অ্যাপের মাধ্যমে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে সাকিব আল হাসানের কিছু পুরোনো ভিডিও ক্লিপ দেখানো হয় এবং সেখানে RTI নামের একটি অ্যাপের ব্যাপারে বলা হয়।

ভিডিওটিতে বলা হয়, “সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান অর্থ উপার্জনের একটি অসাধারণ নতুন উপায় উপস্থাপন করেছেন, যেখানে যে কেউ জিততে পারে। আমি বাংলাদেশিদের জন্য একটি নতুন অ্যাপ তৈরি করেছি যা জীবনকে ভালোর জন্য পরিবর্তন করছে এবং আমার দেশের সবাই অর্থ উপার্জন করছে। এমনকি একটি শিশুও এখানে আয় করতে পারে, তাড়াতাড়ি করে ডাউনলোড করতে পারে যখন আপনার ডিপোজিটে ৫০০ বোনাস থাকে।”

রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত কণ্ঠস্বরটি সাকিব আল হাসানের নয়। তাছাড়া গণমাধ্যম, সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ভিডিওটিতে দেখানো সাকিব আল হাসানের আলাদা আলাদা দুটো ভিডিও ক্লিপের বিষয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই- ১

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Neyon & on নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ‘কোন জিনিসটা সাকিব আল হাসানের মন খারাপ করায়’ শীর্ষক শিরোনামে সাকিব আল হাসানের সাক্ষাতকার নিয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Neyon & on

এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটিতে দেখানো সাকিব আল হাসানের প্রথম ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবির কোনো যোগসূত্র নেই।

ভিডিও যাচাই- ২

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে চলতি বছরের ০৪ জানুয়ারি ‘বিপিএল’র যা-তা অবস্থা, দায়িত্ব পেলে ২ মাসে সব বদলে দিতাম’ শীর্ষক শিরোনামে সাকিব আল হাসানের বক্তব্য নিয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Jamuna TV

এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটিতে দেখানো সাকিব আল হাসানের দ্বিতীয় ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবির কোনো যোগসূত্র নেই।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান RTI নামের অর্থ উপার্জনের কোনো কোনো অ্যাপ প্রকাশের ঘোষণা দেননি।

মূলত, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে অর্থ উপার্জনের একটি অ্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের প্রেক্ষিতে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান অর্থ উপার্জনের কোনো অ্যাপ প্রকাশের ঘোষণা দেননি বরং প্রতারণার উদ্দেশ্যে সাকিব আল হাসানের নাম ব্যবহার করে উক্ত অ্যাপের মাধ্যমে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও সাকিব আল হাসান ফেসবুক লাইভে এসে অর্থ পুরস্কার ঘোষণা করার ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, সাকিব আল হাসান অর্থ উপার্জনের অ্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img