গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতিবাদে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌকাগুলো গাজায় পৌঁছাতে পারেনি। ইসরায়েল নৌবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন মানবাধিকার কর্মীকে আটক করে। এরই প্রেক্ষিতে, ‘গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০০ অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েল।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে গাজায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ত্রাণ পৌঁছায় নি। প্রকৃতপক্ষে, গত আগস্টে গাজায় পোঁছানো ত্রাণের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফিলিস্তিনের সাংবাদিক ‘abd__dawas2’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১০ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, “আল্লাহু আকবার” ধ্বনির মাঝে, যেন ঈদের দিন—অবশেষে গাজায় প্রবেশ করা ত্রাণ থেকে এক ব্যাগ আটা পেতে সক্ষম হয়েছি। আনন্দটা বর্ণনাতীত—আল্লাহ আমাদের কষ্ট শিগগির দূর করুন। (অনূদিত)
পরবর্তীতে, সাংবাদিক দাওয়াসের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, ভিডিওটি ধারণ করা হয়েছিল যখন গাজা উপত্যকায় তীব্র দুর্ভিক্ষ চলছিল, প্রায় তিন মাস আগে। আমি এই ব্যাগটি পেয়েছি গাজার দক্ষিণাঞ্চলে মিরাজ সীমান্ত দিয়ে আসা ত্রাণ ট্রাকগুলো থেকে।
অর্থাৎ, এটি গাজার সাম্প্রতিক সময়ের ভিডিও নয়।
সুতরাং, গত আগস্টে গাজায় পৌঁছানো ত্রাণের দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- abd__dawas2 – Instagram Post
- Statement of Journalist Dawas