এটি সারজিস আলমের পদত্যাগের দাবির ভিডিও নয়

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পদত্যাগের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সারজিস আলমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করার দাবিটি সঠিক নয়। বরং, আইনশৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের করা বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে এতে বিক্ষোভকারীদের ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।

স্লোগানের সূত্র ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক Sabbir Uddin Rion এর ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ ফেব্রুয়ারি ❝জুলাই রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই।❞ শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত বিক্ষোভ মিছিলের ভিডিওর স্লোগানের সাথে উক্ত বিক্ষোভ মিছিলের স্লোগানের মিল রয়েছে। এছাড়াও উক্ত ভিডিওর মিছিলের সামনে থাকা দুইজন ব্যক্তির জার্সির সাথে আলোচিত ভিডিওর মিছিলের সামনে থাকা দুই ব্যক্তির জার্সির প্যাটার্নের মিল রয়েছে। পাশাপাশি ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, দেশের আইনশৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা মিছিল করেন।

পরবর্তীতে উক্ত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে একই রাতের মিছিলের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও একই বিক্ষোভ মিছিলের ভিডিও খুঁজে পাওয়া যায়।

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল শীর্ষক শিরোনামে উক্ত ঘটনায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ২৪ ফেব্রুয়ারি মধ্যরাতে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে মিছিল ‍শুরু করে বিভিন্ন হলে হলে গিয়ে মিছিল করে পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। 

অর্থাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের করা বিক্ষোভ মিছিলের ভিডিওকে সারজিস আলমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, সারজিস আলমের পদত্যাগের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img