সাকিবকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার এই ভিডিওটি সম্পাদিত

বাংলাদেশে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে এবং ছাত্র-জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এই আন্দোলনে বিভিন্ন অঙ্গনের তারকারা ছাত্রদের সঙ্গে সংহতি জানালেও ক্রিকেট তারকা সাকিব আল হাসান নিশ্চুপ ছিলেন। যা নিয়ে ক্রিকেট ভক্ত সমর্থকদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। এরই প্রেক্ষিতে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছে- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার দাবিটি সঠিক নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে পুরোনো একটি ভিডিওর সাথে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের একটি অডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে মূল ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে “Magura Tv মাগুরা টিভি” নামক একটি ফেসবুক পেজে গত ১১ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তবে এই ভিডিওতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়নি।

Video Comparison By Rumor Scanner

এছাড়া দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে অংশগ্রহণের কারণে দেশে ছিলেন না সাকিব আল হাসান।এবং এখনো তিনি দেশে ফেরেননি। তবে, লিগ চলাকালেই মাঠে ভক্ত সমর্থকদের তোপের মুখে পড়েছে সাকিব। শুনেছেন ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিও।

সুতরাং, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img