স্ট্যাচু অব লিবার্টি আগুনে পোড়ার দাবিতে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

ভয়াবহ আগুনে প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা থেকে আগুনের সূত্রপাত হয় এবং এখনো পর্যন্ত আগুনে আক্রান্ত অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভাস্কর্য স্ট্যাচু অব লিবার্টিতেও আগুন লেগে গিয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্ট্যাচু অব লিবার্টি আগুনে পোড়ার আলোচিত ছবিটি বাস্তব নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

বিষয়টির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, সম্প্রতি স্ট্যাচু অব লিবার্টিতে আগুন লাগার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যমেও তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে ছবিটিতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে, যা সাধারণত এআই-নির্মিত ছবির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেমন- আগুনের অস্বাভাবিক গঠন, আলো-ছায়ার অসামঞ্জস্য, মূর্তির টেক্সচারের অস্বাভাবিকতা, আকাশ ও ধোঁয়ার অবাস্তব গঠন এবং রঙের মাত্রাতিরিক্ত উজ্জ্বলতা।

বিষয়টি অধিকতর নিশ্চিত করার জন্য রিউমর স্ক্যানার টিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট হাইভ মোডারেশন ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করে। বিশ্লেষণে দেখা যায় যে, আলোচিত ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯.৯% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

Screenshot: Hive Moderation. 

ভয়াবহ দাবানলটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে,, কিন্তু স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে অবস্থিত। গুগল ম্যাপে অনুসন্ধান করে দেখা গেছে যে স্ট্যাচু অব লিবার্টি নিউ ইয়র্কে অবস্থিত, যা ক্যালিফোর্নিয়া থেকে প্রায় ৪,৭০০ কিলোমিটার দূরে। এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের আগুন এখন পর্যন্ত ১৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছে। অর্থাৎ, লস অ্যাঞ্জেলেসের দাবানলে স্ট্যাচু অব লিবার্টি পোড়ার দাবিটি অবাস্তব।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি ব্যবহার করে লস অ্যাঞ্জেলেসের দাবানলে স্ট্যাচু অব লিবার্টি আগুনে পুড়ে যাওয়ার দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img