সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, রাজধানীতে চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে দোকান থেকে বের করে এক ব্যক্তিকে হত্যা করলো বিএনপির নেতাকর্মীরা।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, শ্রীলঙ্কার গত মে মাসের ভিন্ন ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে Magedara Tea plantation নামের একটি শ্রীলঙ্কান পেজে গত ২০ মে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি দেশটির বাদুল্লা শহরের ঘটনা।
এই তথ্য এবং ভিডিওর উপাদান হিসেবে একটি দোকানের নামের সূত্র ধরে জিওলোকেশন যাচাই করে দেখা যায়, ঘটনাস্থলটি শ্রীলঙ্কার বাদুল্লা শহরের ১০ নং কিংস স্ট্রিট এলাকা।
পরবর্তী অনুসন্ধানে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদা দেরানা’র ইউটিউবে চ্যানেলে গত ২০ মে একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, সেদিন (২০ মে) বিকেলে বাদুল্লা শহরের কেন্দ্রস্থলে এক বড় ভাই তার ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। পুলিশ আহত ব্যক্তিকে বাদুল্লা হাসপাতালে ভর্তি করেছে এবং হাসপাতাল সূত্র জানিয়েছে যে তার অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজন বড় ভাইকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশের নয়।
সুতরাং, চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা এক ব্যক্তিকে হত্যা করেছে দাবিতে শ্রীলঙ্কার গত মে মাসের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ada Derana: YouTube Video
- Magedara Tea plantation: Facebook Video