বিএনপিকে জড়িয়ে ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর গত ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এর আগে গত ০৬ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

এরই প্রেক্ষিতে, গত ০৭ আগস্ট ‘DH Sports News’ নামের ইউটিউব চ্যানেলে ‘বিএনপিকে কোনোভাবেই নতুন সরকার করা হবেনা’ শীর্ষক শিরোনাম থাম্বনেইলে উল্লেখপূর্বক সরকার গঠন নিয়ে জাতির উদ্দেশ্যে ড. ইউনূসের বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

বিএনপিকে জড়িয়ে

DH Sports News’ নামে একটি চ্যানেল থেকে প্রচারিত ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ)। ইউটিউবে এই ভিডিওটি দেখা হয়েছে এখন পর্যন্ত ৩ লক্ষ ২৯ হাজারের অধিক বার।

এছাড়াও, উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)। টিকটকে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৫৭ লক্ষাধিক বার। রিঅ্যাক্ট (লাভ) পড়েছে প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার এবং মন্তব্য করা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজারের অধিক বার । এছাড়াও, ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় ১৩ হাজারের অধিক বার।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  ড. ইউনূস ‘বিএনপিকে কোনোভাবেই নতুন সরকার করা হবে না’ শীর্ষক মন্তব্য করেনি। বরং, গত ০৭ আগস্ট ইউনূস সেন্টারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের দেশবাসীর উদ্দেশে গণমাধ্যমে পাঠানো বক্তব্যের সাথে অপ্রাসঙ্গিকভাবে বিএনপিকে জড়িয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, আলোচিত ভিডিওতে ড. মুহাম্মদ ইউনূসের যে ভিডিওটি দেখানো হয়েছে তা পুরোনো এবং উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর শুরুতেই ড. ইউনূসের একটি ইংরেজি বক্তব্যের ভিডিও দেখিয়ে একজন উপাস্থাপিকা বলেন, “বিএনপিকে কোনোভাবেই নতুন সরকার গঠন করা হবেনা, সংবাদ মাধ্যমে এসে জাতির উদ্দেশ্যে নতুন সরকার গঠন নিয়ে একি বললেন ড. মোহাম্মদ ইউনূস, বিস্তারিত দেখুন ‍পুরো ভিডিওতে”। বিস্তারিত অংশে উপস্থাপিকা বলেন, “দর্শক, গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী, এখন প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, এইদিকে গণমাধ্যমে এসে দেশবাসীর উদ্দেশ্যে নোবেলজয়ী প্রফেসব ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।’ তিনি বলেন আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংস এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। তবে, আমার মনে হচ্ছে বিএনপি নেতাকর্মীরা বেশি উচ্ছৃংখলা করছে তার করণে তাদের হাতে দায়িত্ব দেওয়া যাবেনা”

ইউনূসের আলোচিত বক্তব্যের ফুটেজের উৎসের সন্ধানে ভিডিওর কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘OxfordUnion’ ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২২ এপ্রিল ‘Prof. Muhammad Yunus – Full Address’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটিতে, ড. মুহাম্মদ ইউনূস তরুণদের ভাগ্যবান উল্লেখ করেন এবং স্যোশাল বিজনেস এবং জব নিয়ে বিস্তর আলোচনা করেন। অর্থাৎ, এটা নিশ্চিত যে ভিডিওটি ০৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী সময়ের নয়। এবং আলোচিত দাবির সাথে এই ভিডিও’র কোনো সম্পর্ক নেই।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৭ আগস্ট ‘দেশবাসীর উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূসের বার্তা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ড. মুহাম্মদ  ইউনূস ইউনূস চিকিৎসার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানকালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে সামনে রেখে ইউনূস সেন্টারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের দেশবাসীর উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো একটি বক্তব্যে তিনি সাহসী ছাত্রদের অভিনন্দন জানান দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দেওয়ার নেতৃত্ব দেওয়ার জন্য এবং অভিনন্দন জানান দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। এছাড়া, দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান এবং বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে দেশকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করার জন্য ছাত্র-দল-মত-নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান। 

অর্থাৎ, ইউনূস সেন্টারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের দেশবাসীর উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো এই বক্তব্যের সাথে বিএনপিকে জড়িয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, বিএনপিকে কোনোভাবেই নতুন সরকার করা হবেনা দাবিতে ড. ইউনুসের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img