শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নারী ধর্মান্তরিত নওমুসলিম শীর্ষক দাবিটি বানোয়াট

সম্প্রতি, কয়েকজন নারী-পুরুষ এবং দুইজন পুলিশের ছবি যুক্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নওমুসলিম নারী।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নারী ধর্মান্তরিত নওমুসলিম শীর্ষক দাবিটি বানোয়াট। উক্ত দাবিতে প্রচারিত ছবিটিও ভিন্ন ঘটনার। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। 

অনুসন্ধানের শুরুতে, সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নওমুসলিম নারী’- শীর্ষক দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

এরপর আলোচ্য দাবির সাথে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। 

অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট এর ওয়েবসাইটে ২০২১ সালের ২২ মার্চ “সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নারীসহ আটক ৬”  শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন  খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে থাকা ছবিটির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে। 

Image Comparison: Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ ৮টার দিকে সিলেট নগরীর সোনালী আবাসিক হোটেল থেকে ৩ নারী ও ৩ পুরুষসহ মোট ৬ জনকে আটক করে বন্দরবাজার ফঁড়ি  পুলিশ।

একই তথ্য এবং ছবি ব্যবহার করে একই তারিখে সিলেটের একটি স্থানীয় গণমাধ্যমও সংবাদ প্রকাশ করেছিল।

এই প্রতিবেদনগুলোর কোথাও আটককৃত নারীদের ধর্মান্তরিত নওমুসলিম বলে উল্লেখ করা হয়নি। 

মূলত, সম্প্রতি সিলেটে পতিতালয়ে বেশিরভাগ ধর্মান্তরিত নওমুসলিম নারী শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উক্ত দাবির বিষয়ে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, আলোচ্য দাবির সাথে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটিও সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

সুতরাং, সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নারী ধর্মান্তরিত নওমুসলিম দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img