সম্প্রতি, ফেসবুকে Ace Spin (আর্কাইভ) নামে একটি পেজ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো ও একজন সংবাদ পাঠিকার সংবাদ পাঠের ফুটেজ সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে Crazy Time নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রদর্শিত হয়।
ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
বাংলাদেশের মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো যুক্ত করে প্রচারিত এই ভিডিওতে একজন উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। সময় টিভির লোগোর পাশে স্ক্রলে লেখা রয়েছে, “এই ক্রেজিটাইম অ্যাপ আপনাকে মিলিয়নেয়ার করে দিবে!”। সংবাদ পাঠিকাকে এ সংক্রান্ত তথ্যই দিতে দেখা যায়। পরবর্তীতে, এই অ্যাপ ব্যবহার করে মিলিয়নিয়ার হয়েছে দাবিতে কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই সব ফুটেজে তাদেরকে অ্যাপটির প্রচারণা চালাতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সময় টিভি Crazy Time নামের কোনো জুয়ার অ্যাপের বিজ্ঞাপন নিয়ে কোনো সংবাদ প্রচার করেনি বরং এনটিভির একজন সংবাদ পাঠিকার সংবাদ পাঠের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে তাতে সময় টিভির লোগো ও ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার ফুটেজের কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ করে সংবাদ পাঠিকার ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্রান্ত তার একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে তিনি লেখেন, “সবাই জানে আমি ntv তে নিউজ পড়ি। নিচে সময় টিভির লোগো দিয়ে আলাদা ভয়েস জুড়ে দিয়ে জুয়ার এইসব বিজ্ঞাপন চালিয়ে আমাদের রেপুটেশন নস্ট করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আমার বন্ধু তালিকায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।”
অর্থাৎ, উক্ত সংবাদ পাঠিকা এই অ্যাপের প্রচারণায় অংশ নেননি। এছাড়াও, ভিডিওটির স্ক্রলে সময় টিভির লোগো ব্যবহার করা হলেও সময় টিভির কোনো প্লাটফর্মেই এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
এছাড়াও, ভিডিওতে হাজার হাজার বাংলাদেশি এই অ্যাপটি ব্যবহারে ধনী হয়ে গেছেন দাবি করে কয়েকজন ছবি দেখানো হয়। পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ করে ঐ ব্যক্তিদের ছবিগুলো তাদের ইন্সটাগ্রাম একাউন্টে (১, ২, ৩, ৪) খুঁজে পাওয়া যায়। তাদের কেউই বাংলাদেশি নন। ভিডিওর পরবর্তী অংশে কথিত বড়লোক হওয়া কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকারের দাবিতে কয়েকটি ফুটেজ দেখানো হয়। রিউমর স্ক্যানার টিম রিভার্স ইমেজ সার্চ করে মূল ভিডিওটি খুঁজে পায়। ফুটেজটি বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওটি মূলত Asian Boss নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৯ সালের ১০ এপ্রিল আপলোড করা হয় এবং ভিডিওতে মূলত সংস্কৃতি সম্পর্কে ভারতীয় তরুণদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়। ঐ ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আলোচিত ফুটেজটি বানানো হয়েছে। এছাড়া, প্রচারিত ভিডিওতে ব্যক্তিদের মুখভঙ্গি ও অডিওর মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়
আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Ace Spin (আর্কাইভ) নামের একটি পেজ থেকে প্রচার করা হয়েছে। পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজে উল্লেখ্যযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায় পেজটি চলতি বছরের ২০২২ সালের ১২ আগস্ট ভিন্ন নামে তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে চলতি বছরের ১৫ মে Ace Spin হিসেবে নাম পরিবর্তন করা হয়। এছাড়াও ট্রান্সপারেন্সি সেকশন থেকে পেজটি ইউক্রেন থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা যায়।
মূলত, সম্প্রতি ফেসবুকে Ace Spin নামে একটি পেজ থেকে Crazy Time নামে একটি অ্যাপের বিজ্ঞাপনে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এনটিভির সংবাদ পাঠিকার সংবাদ পাঠের ভিডিওর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও অডিও ও সময় টিভির লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। এছাড়াও, প্রচারিত ভিডিওতে পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকজন তরুণের ছবি ও ভিডিও বাংলাদেশি হিসেবে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একাধিকবার জুয়ার অ্যাপের ভুয়া দাবি প্রচার করা হলে সেগুলো প্রতারণা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। (১, ২)
সুতরাং, সময় টিভি Crazy Time নামের জুয়ার অ্যাপের প্রচারণায় সংবাদ প্রচার করেছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Mohsena Shaon: Facebook Post
- Asian Boss: Are Indians Aware of the Indian Head Bubble?
- Rumor Scanner’s Own Analysis