সম্প্রতি ‘CHOTTOGRAM IS BURNING, Pray for Chottogram, Bangladesh‘ শিরোনামে একটি ঘর এবং গাড়ি আগুনে পুড়ছে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এই ছবি যুক্ত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়ার আলোচিত ছবিটি চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকান্ডের নয় বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টি অঞ্চলের একটি দাবানলের ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৯ আগস্ট ‘More than 360 wildfires are burning in California, and 23 are major‘ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। সেই প্রতিবেদনে তারা বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে ১৮ আগস্টের তোলা ছবিটি ব্যবহার করেছে।
পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে, এনপিআর ডট ওআরজি নামে একটি সংবাদ মাধ্যম একইদিনে ‘1 Dead In California Fire, As Lightning-Strike Fires Push Resources To Limit’ শিরোনামে ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানেও বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে ছবিটি ব্যবহার করা হয়। উভয় ছবির ক্যাপশনেই লেখা রয়েছে যে, ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে স্প্যানিশ ফ্লাট ভিলায় একটি ভ্রাম্যমাণ বাড়ি ও গাড়ি পুড়ছে।
মূলত, গত ৪ জুন শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি কন্টেইনার টার্মিনালে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ৪০মিনিট পর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। সীতাকুণ্ডের এই অগ্নিকান্ডে এবং বিস্ফোরণে সর্বশেষ পাওয়া তথ্যমতে ৩৯ জন নিহত হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করেই ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টির দাবানলের পুরোনো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Also Read: বোরকা ও হিজাব পরে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে আসার নির্দেশনা দেয়নি হাইকোর্ট
সুতরাং, ২০২০ সালের ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টির দাবানলের একটি ছবি সাম্প্রতিক সময়ে ঘটা সীতাকুণ্ডের অগ্নিকান্ডের ঘটনার হিসেবে ফেসবুকে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
CNN: Wildfires rage in Northern California
npr.org: 1 Dead In California Fire, As Lightning-Strike Fires Push Resources To Limit