যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গত ৮ জানুয়ারি শুরু হওয়া ভয়াবহ দাবানলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে, আমেরিকান জনপ্রিয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ সিম্পসনস এই ঘটনাটি আগেই ভবিষ্যদ্বাণী করেছিল।
ভিডিওটির শুরুতেই একটি আধুনিক শহরের দৃশ্য দেখা যায়। এরপর দেখা যায়, আগুন দ্রুত একটি শহরের দিকে ধেয়ে আসতে থাকে। এর পরের দৃশ্যে সিম্পসন পরিবারের সদস্যরা দরজা খুলে বাইরে তাকায় এবং নিজেদেরকে আগুনে বিধ্বস্ত স্প্রিংফিল্ড শহরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। দৃশ্যটি শেষ হয় শহরের একটি বিখ্যাত চিহ্ন পুড়ে যাওয়ার মাধ্যমে।
ভিডিওটির শেষাংশে এই ভিডিওর সাথে লস অ্যাঞ্জেলেসের দাবানলের সঙ্গে তুলনা বুঝাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউডের বিখ্যাত সাইন পোড়ার একটি দৃশ্য দেখানো হয়।
উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দ্য সিম্পসনস সিরিজে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে ভবিষ্যদ্বাণী করার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, সিরিজটির বিভিন্ন এপিসোডের ভিডিও ক্লিপ সম্পাদনার সাহায্যে একসাথে জুড়ে দিয়ে তৈরি একটি ভিডিওর মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
দাবিকৃত ভিডিওটির শুরুতে দেখানো শহরের দিকে আগুন ধেয়ে আসার দৃশ্যটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে, একই দৃশ্য সম্বলিত একটি ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনের সূত্র ধরে জানা যায়, এটি ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ‘Little Big Girl’ শিরোনামে প্রচারিত দ্য সিম্পসনস কার্টুনের ১৮তম সিজনের ১২তম এপিসোডের ভিডিও। এ পর্বে, কর্নকব পাইপের আগুন থেকে কার্টুনটির কাল্পনিক শহর স্প্রিংফিল্ডে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সিরিজের চরিত্র বার্ট তার ওয়াগনে চেপে শহরের বিভিন্ন স্থানে ছুটে বেড়ায় এবং স্কুলের অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে। ফলে অগ্নি নির্বাপক থেকে নির্গত ফোমের মাধ্যমে শহরের আগুন নিভে যায়।

পরবর্তীতে, সিম্পসন পরিবারের দরজা খুলে শহরজুড়ে আগুন লাগার দৃশ্যটির রিভার্স ইমেজ সার্চ করে, একই দৃশ্য সম্বলিত একটি ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায় এটি, ‘Simpsons Bible Stories’ শিরোনামে প্রচারিত দ্য সিম্পসনস কার্টুনের ১০তম সিজনের ১৮তম এপিসোডের ভিডিও। এই এপিসোডের বিষয়ে খোঁজে নিয়ে জানা যায় (১,২), এই পর্বের শেষাংশে সিম্পসন পরিবার চার্চে ঘুমিয়ে পড়ে এবং জেগে দেখে চার্চ সম্পূর্ণ ফাঁকা। তারা বাইরে বের হয়ে দেখতে পায়, পৃথিবীতে বিচার দিবস শুরু হয়েছে। আকাশ রক্তিম হয়ে আছে এবং আগুন ঝরছে, আর বাইবেলের চার অশ্বারোহী (Four Horsemen of the Apocalypse) তাদের সামনে দিয়ে ছুটে যাচ্ছে। এই দৃশ্যটি মূলত বাইবেলে বর্ণিত “The Last Judgement” বা বিচার দিবসের ঘটনাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

এরপর, সিম্পসনের কাল্পনিক শহর স্প্রিংফিল্ডের বিখ্যাত সাইন পুড়ে যাওয়ার দৃশ্যটি রিভার্স ইমেজ সার্চ করে জানা যায়, এতে ‘Poppa’s Got a Brand New Badge’ শিরোনামে প্রচারিত দ্য সিম্পসনস কার্টুনের ১৩তম সিজনের ২২তম এপিসোডের দৃশ্য। এই পর্বে স্প্রিংফিল্ডে বিদ্যুৎ বিভ্রাটের পর শহরজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোমার সিম্পসন একটি ‘প্রাইভেট পুলিশ ফোর্স’ প্রতিষ্ঠা করেন এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করেন। গল্পের এক পর্যায়ে, শহরের অরাজকতার প্রতীক হিসেবে স্প্রিংফিল্ডের বিখ্যাত সাইনটি ক্ষতিগ্রস্ত হয়।

অর্থাৎ, ভিন্ন তিনটি সিজনের আলাদা আলাদা এপিসোড একসাথে জুড়ে দিয়ে আলোচিত ভিডিওটি বানানো হয়েছে।
এছাড়া, ভিডিওটির শেষাংশে দেখানো লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড সাইন পুড়ে যাওয়ার দৃশ্যটিও ভিত্তিহীন। দাবানলের ঘটনায় হলিউড সাইন পুড়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। এই দাবি মূলত এআই-নির্মিত বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে ইন্টারনেটে প্রচারিত হয়েছিল। রিউমর স্ক্যানারসহ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সংস্থা এই দাবি যাচাই করে মিথ্যা বলে নিশ্চিত করেছে।
উল্লেখ, পূর্বেও সিম্পসনস কার্টুন ভবিষ্যদ্বাণী করতে পারে এমন দাবি খণ্ডন করেছে রিউমর স্ক্যানার টিম।
এমন দুইটি প্রতিবেদন দেখুনঃ
- সিম্পসন্স কার্টুনে তুরস্কের ভূমিকম্পের ইঙ্গিত দেওয়ার দাবিটি মিথ্যা
- কার্টুন সিরিজ সিম্পসনস টাইটান ট্রাজেডি পূর্বেই অনুমান করেছিল শীর্ষক দাবিটি মিথ্যা
সুতরাং, সিম্পসনস কার্টুনে সম্প্রতি ঘটে যাওয়া লস অ্যাঞ্জেলেসের দাবানলের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিষয়টি মিথ্যা।
তথ্যসূত্র
- IMDB: Little Big Girl
- IMDB: Simpsons Bible Stories
- YouTube: Simpsons little big lisa
- YouTube: Homer Stops Lisa From Going To Heaven
- Simpsons Fandom Wiki:Poppa’s Got a Brand New Badge
- FRINKIAC: Poppa’s Got a Brand New Badge
- Simpsons Fandom Wiki: Little Big Girl
- Wikipedia: Simpsons Bible Stories