সম্প্রতি ‘আলোচিত সে-ই সিম্পসন্স কার্টুনে মানবসৃষ্ট কৃত্রিম ভূমিকম্পের ইঙ্গিত দেয়া হয়েছে। সম্ভবত ২০০১ সালের একটি এপিসোডে দেখিয়ে ছিল তুরস্কের ভূমিকম্পের ব্যাপারে।তাহলে কি তুরস্কে ঘটে যাওয়া ভূমিকম্পের পেছনে গু*প্ত সংস্থার হাত রয়েছে?এগুলো কি সবই পূর্ব প*রিকল্পিত? الله أعلم’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২০০১ সালে সিম্পসন্স কার্টুনে তুরস্কের ভূমিকম্প সম্পর্কিত এপিসোড দেখানোর দাবিটি সঠিক নয় বরং কার্টুনটির বিভিন্ন এপিসোড থেকে ফুটেজ সংগ্রহ করে একটি ভিডিও সম্পাদনের মাধ্যমে দাবিটি প্রচার করা হচ্ছে।
সিম্পসন্স কার্টুনে তুরস্কের ভূমিকম্প সৃষ্টির ভিডিওটি একাধিক ফুটেজের সমন্বয়ে তৈরী
২০০১ সালে সিম্পসন্স কার্টুনে তুরস্কের ভূমিকম্প সম্পর্কিত এপিসোড দেখানোর দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম প্রথমেই ভিডিওটি বিশ্লেষণ করে।
বিশ্লেষণে দেখা যায়, ২০০১ সালে সিম্পসন্স কার্টুনে তুরস্কের ভূমিকম্প সম্পর্কিত এপিসোড দেখানোর দাবিতে প্রচারিত ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ৫ টি ভিন্ন ভিন্ন এপিসোড থেকে ফুটেজ সংগ্রহ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রথম ১৩ সেকেন্ডের ফুটেজটি নেওয়া হয়েছে The Simpsons-Who Shot Mr. Burns?: Part 1 [S06E25] থেকে নেওয়া৷
পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, এই এপিসোডটি প্রকাশিত হয়েছিল ১৯৯৫ সালের ২১ মে। এপিসোডটির গল্পের সঙ্গে তুরস্কের ভূমিকম্পের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
ভিডিওটির পরবর্তী দুই সেকেন্ডে যে ফুটেজটি ব্যবহার করা হয়েছে সেটি সংগ্রহ করা হয়েছে Simpsons এর থিম পার্ক Krustyland থেকে এবং এখানে ২০২৩ সাল ও তুরস্কের পতাকাটি সম্পাদনা করে বসানো হয়েছে।
ভিডিওটির ১৮ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত ফুটেজটি নেওয়া হয়েছে Simpsons এর ১১ তম মৌসুমের ষষ্ঠ পর্ব Hello Gutter, Hello Fadder থেকে।
এই এপিসোডটি প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালের ১৪ নভেম্বরে। এই এপিসোডটির গল্পের সঙ্গেও তুরস্কের ভূমিকম্পের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
ভিডিওটির ১ মিনিট থেকে ২ মিনিট পর্যন্ত ফুটেজটি নেওয়া হয়েছে Simpsons এর ১৬ তম মৌসুমের ১৩ তম পর্ব Mobile Homer থেকে নেওয়া হয়েছে।
এই এপিসোডটির শেষ অংশে জাহাজে তুরস্কের পতাকা ও তুরস্কের একটি অঞ্চলের নাম খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির শেষ অংশটি নেওয়া হয়েছে The Simpsons: Taco Tuesday নামের একটি এপিসোড থেকে। এ পর্বের সঙ্গেও তুরস্কের ভূমিকম্পের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
এছাড়া এই এপিসোডের একটি অংশে প্রদর্শিত ‘PASTE’ শব্দের E এর সঙ্গে ‘ARTHQUAKE’ যুক্ত করে ভূমিকম্পের ইংরেজি প্রতিশব্দ Earthquake তৈরি করা হয়েছে।
Mobile Homer সিম্পসন্স কার্টুনে কি আছে?
Mobile Homer সিম্পসন্স কার্টুনটি বিশ্লেষণ করে দেখা যায়, তুরস্কে সম্প্রতি যে শহর-কাহরামানমারাসে- ভূমিকম্প সংঘটিত হয়, সেই শহরটির নাম পাওয়া যায় এই এপিসোডটিতে। তবে সেখানে ভূমিকম্প নিয়ে কোনো সংলাপ ছিল না।
২০০১ সালে সিম্পসন্স কার্টুনে তুরস্কের ভূমিকম্প সম্পর্কিত এপিসোড দেখানোর দাবিতে প্রচারিত ভিডিওটির Mobile Homer এর এই অংশে দেখা যায়, বার্ট ও লিসা সিম্পসন গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তুরস্কের পতাকাবাহী একটি জাহাজে পড়ে যায়। এসময় জাহাজের ক্যাপ্টেন বলেন, তাকে ‘A Place in the North’ নামে একটি টিভি সিরিজের ডিভিডি কাহরামানমারাসে পৌঁছে দিতে হবে। এর বাইরে ভিডিওতে ভূমিকম্প নিয়ে কোনো তথ্য বা আলোচনা ছিল না।
মূলত, ২০০৫ সালের ২০ মার্চ সিম্পসন্স কার্টুনের Simpsons এর ১৬ তম মৌসুমের ১৩ তম পর্ব Mobile Homer প্রচারিত হয়। এই পর্বে সম্প্রতি তুরস্কে যে শহরে ভূমিকম্প হয়, সেই কাহরামানমারাস শহরের নাম ও তুরস্কের পতাকাবাহী একটি জাহাজ দেখানো হয়। সম্প্রতি এই পর্বের সঙ্গে সিম্পসন্স কার্টুনের ভিন্ন ভিন্ন আরও চারটি পর্বের ফুটেজ যুক্ত করে দাবি করা হচ্ছে ২০০১ সালে সিম্পসন্স কার্টুনে তুরস্কের উক্ত শহরে যে ভূমিকম্প হবে তা বলে দেওয়া হয়েছিল এবং তুরস্কে ঘটে যাওয়া এই ভূমিকম্পের পেছনে গুপ্ত সংস্থার হাত রয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত পর্বটিতে ভূমিকম্প নিয়ে কোনো তথ্য নেই৷ এছাড়া অন্যান্য পর্বগুলোতেও তুরস্কে সাম্প্রতিক সংঘটিত ভূমিকম্প নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইতোপূর্বে তুরস্কের ভূমিকম্পের জন্য আমেরিকান গবেষণা প্রকল্প হার্পকে দায়ী করে দাবি করা হয় যে, তুরস্কের ভূমিকম্পটি মানবসৃষ্ট। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। রিউমর স্ক্যানারের এ সংক্রান্ত প্রতিবেদন পড়ুন এখানে।
সুতরাং, আমেরিকান সিম্পসন্স কার্টুনের বিভিন্ন এপিসোড থেকে ফুটেজ সংগ্রহ করে মানবসৃষ্ট কৃত্রিম ভূমিকম্পের ইঙ্গিত দেওয়ার দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- GET Yarn: The Simpsons-Who Shot Mr. Burns?: Part 1 [S06E25]
- IMDb (1): The Simpsons: Episode Guide
- IMDb (2): Who Shot Mr. Burns? Part One
- IMDb (3): Mobile Homer
- Simpsons Fandom: Krustyland
- Child of GoD_Youtube: Hello Gutter, Hello Fadder
- Expat Turkey: Did The Simpsons Know About The Earthquake?