গত ০৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কবলে পড়ে। উক্ত ঘটনায় হলিউডে আগুন লাগার বিষয়টি ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরই মধ্যে বিখ্যাত হলিউড সাইনে আগুন লেগেছে দাবিতে কয়েকটি ছবি ও ভিডিও গণমাধ্যম ও ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হচ্ছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ইত্তেফাক, চ্যানেল আই, দেশ রূপান্তর ও বার্তা২৪।
গণমাধ্যমের ফেসবুক পেজ সহ ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের দাবানলে বিখ্যাত হলিউড সাইন পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিছু ছবি ও ভিডিও তৈরি করে উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিবিসি ভেরিফাইয়ের জ্যেষ্ঠ সাংবাদিক Shayan Sardarizadeh এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ০৯ জানুয়ারি আলোচিত ছবিগুলো নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, হলিউডের আগুন লাগার এই ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
এছাড়াও, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এর ওয়েবসাইটে গত ১০ জানুয়ারি ‘Fact Check: Hollywood sign not affected by Los Angeles wildfires’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে দাবানলে হলিউড সাইন পুড়ে যায়নি।
হলিউড সাইন ট্রাস্টের চেয়ারম্যান জেফ জারিনাম ৯ জানুয়ারি রয়টার্সকে ইমেইলে জানান যে, ল্যান্ডমার্কটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং নিরাপদ রয়েছে।
তিনি আরও বলেন, গ্রিফিথ পার্ক, যেখানে হলিউড সাইনবোর্ডটি অবস্থিত, নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রয়টার্সের আলোকচিত্রী কার্লিন স্টিহলের তোলা ছবিতেও সাইনবোর্ডটি অক্ষত দেখা যাচ্ছে, কাছাকাছি কোনও আগুন নেই।
সুতরাং, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে বলিউড সাইন পুড়ে যাওয়ার দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Shayan Sardarizadeh: Post
- REUTERS: Fact Check: Hollywood sign not affected by Los Angeles wildfires
- Rumor Scanner’s Own Analysis