কার্টুন সিরিজ সিম্পসনস টাইটান ট্রাজেডি পূর্বেই অনুমান করেছিল শীর্ষক দাবিটি মিথ্যা

সম্প্রতি, কার্টুন সিরিজ সিম্পসনস টাইটান ট্রাজেডি পূর্বেই প্রেডিক্ট করেছিল দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্টুন সিরিজ সিম্পসনস টাইটান ট্রাজেডি পূর্বেই অনুমান করেছিল শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কার্টুন সিরিজ সিম্পসন এর আলোচিত  ভিডিওটির সাথেও সম্প্রতি দুর্ঘটনার শিকার ডুবযান টাইটানের ঘটনার বেশকিছু অমিল রয়েছে। 

অনুসন্ধানের শুরুতে কার্টুন সিরিজ সিম্পসনের আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে প্রদর্শিত দুই আরোহী দুটি আলাদা ডুবোযানে করে সম্পদের সন্ধানে সমুদ্রের তলদেশে যায়। পরবর্তীতে সেখান থেকে প্রথম আরোহী সফলভাবে ফিরে গেলেও দ্বিতীয় আরোহী ফেরার পথে পাথরের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় তার ডুবোযানটি অক্সিজেন সংকটে পড়ে। তবে বিপদের সম্মুখীন হলেও পরবর্তীতে সেই আরোহী বেঁচে ফিরে আসে।

Screenshot: Twitter

ইউটিউবে প্রচারিত এই এপিসোডটির ফুল ভিডিও দেখুন এখানে

অপরদিকে ডুবযান টাইটানের আরোহী ছিল মোট পাঁচজন এবং তাদের মধ্যে কেউই সম্পদের সন্ধানে সমুদ্রের তলদেশে যায়নি বরং তারা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল। সেখানে শেষ পর্যন্ত তাদের কেউই বাঁচেনি। তাছাড়া অক্সিজেন সংকটের আগেই তারা ডুবযান বিস্ফোরণে মারা গেছে বলেও ধারণা করা হচ্ছে।

অর্থাৎ, এখানে কার্টুন সিরিজ সিম্পসনের সাথে টাইটান ট্রাজেডির খুব সামান্য মিল থাকলেও অমিলের পরিমাণ অনেক বেশি এবং এতে কোনোভাবেই প্রমাণ হয় না যে, কার্টুন সিরিজ সিম্পসনস টাইটান ট্রাজেডি পূর্বেই অনুমান করেছিল। তাছাড়া সিম্পসনসের কার্টুন ভিডিওটিতে দেখানো ডুবোযানের কোনো নাম উল্লেখ করা হয়নি।

মূলত, সম্প্রতি কার্টুন সিরিজ সিম্পসনস টাইটান ট্রাজেডি পূর্বেই প্রেডিক্ট করেছিল দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এপিসোডের সাথে টাইটান ট্রাজেডির বেশকিছু অমিল রয়েছে। সিম্পসনসে প্রচারিত কার্টুনে দুই আরোহী দুটি পৃথক ডুবোযানে সমুদ্রে যায় এবং এদের একজন আরোহী দুর্ঘটনার শিকার হলেও পরবর্তীতে তিনি বেঁচে যান। অপরদিকে টাইটানে ছিল পাঁচজন আরোহী এবং এদের সবাই বিস্ফোরণের কারণেই  মারা গেছে  বলে ধারণা করছে মার্কিন কোস্টগার্ড। 

প্রসঙ্গত, গত ১৮ জুন পানির নিচে থাকা জাহাজ টাইটানিকের শতাব্দী পুরোনো ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকদের নিয়ে ডুব দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট এর ডুবোযানটাইটান, কিন্তু যাত্রার পৌনে দুই ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রক জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চালকসহ পাঁচ যাত্রী নিয়েনিখোঁজ হয় ডুবযানটি। পরবর্তীতে গত ২২ জুন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর উদ্ধারকারীরা ডুবযানটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান।

উল্লেখ্য, পূর্বেও সিম্পসন্স কার্টুনে তুরস্কের ভূমিকম্পের ইঙ্গিত দেওয়ার মিথ্যা দাবি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, কার্টুন সিরিজ সিম্পসনসের একটি এপিসোডে পূর্বেই সাম্প্রতিক টাইটান ট্রাজেডি অনুমান করেছিল দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img